সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ০৬:২৭ অপরাহ্ন
শিরোনাম ::
কোরবানী ঈদে পশু আমদানির কোনো পরিকল্পনা নেই এপ্রিলের ২৬ দিনে ১৬৮ কোটি ডলার রেমিট্যান্স সত্যি না কি গুজব: ফের বিয়ে করছেন শাকিব খান যুক্তরাষ্ট্রজুড়ে ফিলিস্তিনিদের পক্ষে নজিরবিহীন বিক্ষোভ নেতাকর্মীদের গ্রেপ্তার সরকারের প্রতিদিনের কর্মসূচিতে পরিণত হয়েছে: ফখরুল গরমে খামারে মরছে মুরগি, কমছে ডিম রোগীর প্রতি চিকিৎসকের অবহেলা বরদাস্ত করা হবে না: স্বাস্থ্যমন্ত্রী জাতীয় পার্টি কার চাপে নির্বাচনে এসেছে: ওবায়দুল কাদের বিএনপি গরিবের পাশে দাঁড়ায় আর আ’লীগ সরকারি ত্রাণ চুরি করে : ইশরাক কোনো জেলায় তাপমাত্রা ৪২ ডিগ্রির বেশি হলে সেখানে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ হতে পারে- শিক্ষামন্ত্রী

ভালুকায় যানজটের কারণে ভোগান্তিতে পথচারী ও যাত্রীরা

বিল্লাল হোসেন ভালুকা (ময়মনসিংহ) :
  • আপডেট সময় মঙ্গলবার, ১৯ জানুয়ারী, ২০২১

ময়মনসিংহের ভালুকা উপজেলার নিঝুরী বুট বাজার এলাকায় অবস্থিত জিটিএল ফ্যাক্টরির শমিক বাহি গাড়ি রাস্তার দু’পাশের রাখার কারণে দীর্ঘ সময় সড়কের উপর যত্রতত্র গাড়ি পার্কিং করায় যানজট বেড়ে হয়রানির শিকার হচ্ছে অসংখ্য পথচারি ও যাত্রীরা। রাস্তা, ফুটপাথ দখল করে যে যার মতো সাজাচ্ছেন যত্রতত্র গাড়ি পার্কিং। ফুটপাথের পাশেই গাড়ি, টমটম, অটো, সিএনজি মিনিবাস, কারসহ অনেক যানবাহন। এতে ভরাডোবা- সাগরদিগীগামী গাড়ি যাতায়াতের পথ অনেকটা ছোট হয়ে যায় ফলে যানজট লেগে থাকে ঘন্টারপর ঘন্টা। তাছাড়া এ রাস্তাটি দিয়ে টাঙ্গাইল জেলার লোকজনের যাতায়াত রয়েছে। দূর-দূরান্ত এলাকার জনগণের জনজীবন বিপাকে। একদিকে ঘনবসতি থাকায় পরিবেশ নষ্ট অন্যদিকে রোডে যানজটের চিত্র। বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় টাঙ্গাইলবিহীন গাড়ি, অদক্ষ ড্রাইভার অবৈধভাবে রোডে গাড়ি নিয়ে লাইন ক্রসের প্রতিযোগিতায় থাকে এতে করে সড়কের পরিবেশ নষ্ট হচ্ছে, অন্যদিকে লাগছে যানজট। মঙ্গলবার সরজমিন সন্ধ্যায় দেখা যায়, উপজেলার ভরাডোবার মোড়ে অসংখ্য যানবাহন যে যার মতো করে সড়কে গাড়ি রাখায় এবং পরিবহন চাঁদা আদায়ের কারণে দীর্ঘ সময় যানযটে যাত্রীরা আটকা পড়ে ভোগান্তির শিকার হচ্ছে। পথচারীরাও রাস্তা পার হতে পারছেনা। পথচারী হেলাল উদ্দিনসহ একাধিক লোকজন জানান, ভরাডোবা-সাগরদিগী সড়কে রাস্তা বড় করে কি লাভ হল। বরং সড়কে যত্রতত্র টমটম, সিএনজি, পার্কিনের কারণে প্রতিনিয়ত যানযটে পড়ে যাত্রী ও পথচারীরা ভোগান্তির শিকার হচ্ছে। এখান থেকে পরিত্রাণ পেতে প্রশাসনের সহযোগিতা ছাড়া কোনদিন যানযট মুক্ত করা সম্ভব নয়। উপজেলার নিঝুরি বুটবাজার অবস্থিত জিটিএল ফ্যাক্টরির এইস্যারের ডিজে এম আলিম সাহেবের মোবাইলে বারবারা ফোন দেওয়ার পরে-ও ফোন রিসিভ না করায় বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com