বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদ কর্তৃক শ্রীমঙ্গল উপজেলা ও পৌর কমিটি অনুমোদন লাভ করেছে। ছাত্রনেতা জালাল উদ্দিনকে আহ্বায়ক ও সাইফুর রহমানকে সদস্য সচিব মনোনীত করে ২১ সদস্য শ্রীমঙ্গল উপজেলা আহ্বায়ক কমিটি এবং জহিরুল ইসলাম জাহিদকে আহ্বায়ক ও গোলাম সরোয়ার রিমনকে সদস্য সচিব মনোনীত করে ২১ সদস্য পৌর আহ্বায়ক কমিটি অনুমোদন প্রদান করেছে সংগঠনের কেন্দ্রীয় সংসদ। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সহ-দপ্তর সম্পাদক আজিজুল হক সোহেল স্বাক্ষরিত সংগঠনের কেন্দ্রীয় প্যাডে কমিটি অনুমোদন প্রদানের কথা উল্লেখ করে উভয় কমিটির দায়িত্বপ্রাপ্ত নেতৃবৃন্দকে আগামী ৬০ দিনের মধ্যে নিজ ইউনিটের আওতাধীন সকল ইউনিট কমিটি গঠন করে নিজ জেলা বরাবরে প্রেরণ করার নির্দেশনা দেয়া হয়েছে। এদিকে নবগঠিত শ্রীমঙ্গল উপজেলা কমিটির আহ্বায়ক জালাল উদ্দিন ও সদস্য সচিব সাইফুর রহমান এবং পৌর কমিটির আহ্বায়ক জহিরুল ইসলাম জাহিদ ও সদস্য সচিব গোলাম সরোয়ার রিমন তাদের উপর দায়িত্ব অর্পন করায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) কেন্দ্রীয় সংসদের সদস্য আলহাজ্ব মুজিবুর রহমান চৌধুরী, ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি, সাধারণ সম্পাদক, মৌলভীবাজার জেলা ছাত্রদলের সভাপতি ও সম্পাদকের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।