সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার দক্ষিণ বড়দল ইউনিয়নের কাউকান্দি বাজার জামেয়া ইসলামিয়া মাদরাসার সুপার আলহাজ মাওলানা মোহাম্মদ জমির হোসাইনের (৫১) দাফন সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার দুপুরে কাউকান্দি বাজার জামেয়া ইসলামিয়া মাদরাসার মাঠে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। তিনি উপজেলার উত্তর বড়দল ইউনিয়নের হলহলিয়া চরগাঁও গ্রামের মো: উম্মর আলীর দ্বিতীয় সন্তান। তিনি কর্মজীবনে কাউকান্দি বাজার জামেয়া ইসলামিয়া মাদরাসায় একাধারে ৩০ বছর সুপারিনটেনডেন্টসহ বিভিন্ন প্রতিষ্ঠানের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। এর আগে গত সোমবার বাণিজ্যকেন্দ্র বাদাঘাট বাজার থেকে নিজ বাড়িতে ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় মাথায় আঘাত পান। গুরুতর অবস্থায় তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে এবং পরে ঢাকার ইউনিহেলথ স্পেশালাইজড হাসপাতালে নেয়া হয়। সেখানে জ্ঞানহীন অবস্থায় দুদিন আইসিইউতে ছিলেন। বুধবার সকাল ১০টায় চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। তার স্ত্রী, তিন ছেলে, এক কন্যা ও অসংখ্যা গুনগ্রাহী রয়েছেন।