চাঁদপুরের কুষ্টিয়ায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাংচুরের প্রতিবাদে মতলব উত্তর উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে ও বাগানবাড়ি ইউনিয়ন আওয়ামীলীগের আয়োজনে এক প্রতিবাদ সভা ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে গালিমখাঁ সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে প্রতিবাদ সভায় সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি গিয়াস উদ্দিন চৌধুরী। উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শাহজাহান প্রধানের সঞ্চালনায় বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সিরাজুল ইসলাম লস্কর, শিক্ষা বিষয়ক সম্পাদক সিরাজুল ইসলাম জমাদার, ক্রীড়া বিষয়ক সম্পাদক নুরুল আমিন বোরহান, আওয়ামী লীগের কেন্দ্রীয় উপকমিটির সদস্য আরিফুল ইসলাম সরকার, উপজেলা ছাত্রলীগের সাবেক আহ্বায়ক মহসিন মিয়া মানিক, কেন্দ্রীয় যুবলীগের সাবেক সদস্য রিয়াজুল হাসান রিয়াজ, ফরাজীকান্দি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইঞ্জি. রেজাউল করিম, উপজেলা শ্রমিক লীগের সভাপতি মোহাম্মদ মুজাহিদুল ইসলাম সেলিম, উপজেলা যুবলীগের সিনিয়র সহ-সভাপতি কামরুজ্জামান ইয়ার, উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক জিএম ফারুক, যুবলীগ নেতা আবু তাহের, উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম-আহ্বায়ক মিরাজ খালিদ, ইঞ্জি. জামাল হোসেন নাহিদ, উপজেলা ছাত্রলীগ নেতা সাইফুল সরকার। এসময় উপস্থিত ছিলেন, ইসলামাবাদ ইউপি চেয়ারম্যান সাজেদুল হাসান বাবু (বাতেন), ফতেপুর পশ্চিম ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সরকার মোঃ আলাউদ্দিন, সুলতানাবাদ ইউনিয়ন আওয়ামীলীগের সহ-সভাপতি সফি উদ্দিন সরকার’সহ আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। অনুষ্ঠানে সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন বাগানবাড়ি ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বাবুল হোসেন, যুবলীগ নেতা জিকে ফয়সাল’সহ বাগানবাড়ি ইউনিয়নের দলীয় নেতৃবৃন্দ। এসময় বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাংচুরের প্রতিবাদ করে স্লোগান তোলে উপস্থিত নেতৃবৃন্দ।