ওয়ালটন গ্রুপের পরিচালক মাহবুব আলম মৃদুলের মৃত্যুতে গভীর শোক ও দুঃখপ্রকাশ করেছে জনপ্রিয় অনলাইন গণমাধ্যম রাইজিংবিডি ডটকম পরিবার। রাইজিংবিডির প্রকাশক এস এম জাহিদ হাসান, উপদেষ্টা সম্পাদক উদয় হাকিম, নির্বাহী সম্পাদক তাপস রায়, বার্তা সম্পাদক মোহাম্মদ নুরুল হক, প্রধান প্রতিবেদক হাসান মাহামুদসহ রাইজিংবিডি’র পরিচালনা কমিটি এবং সব বিভাগের সদস্যদের পক্ষ থেকে বলা হয়েছে, ‘এই গুণীজনের অকাল মৃত্যুতে রাইজিংবিডি পরিবার গভীরভাবে মর্মাহত ও শোকাভিভূত। আমরা তার রুহের মাগফেরাত কামনা করছি এবং মরহুমের পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জ্ঞাপন করছি।’ বৃহস্পতিবার (২১ জানুয়ারি) সন্ধ্যা ৬টা ২৩মিনিটে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ইন্তেকাল করেন তিনি।
মাহবুব আলম মৃদুল মৃত্যুর আগ পর্যন্ত ইলেক্ট্রনিক জায়ান্ট ওয়ালটনের পরিচালক পদে আসীন ছিলেন। তরুণ পরিচালকের আকস্মিক মৃত্যুতে ওয়ালটন পরিবারে শোকের ছায়া নেমে এসেছে। শুক্রবার (২২ জানুয়ারি) বাদ জুমা মরহুমের গ্রামের বাড়ি টাঙ্গাইলের গোসাই জোয়াইরে তার জানাজা অনুষ্ঠিত হয়। এরপর মরদেহ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। মাহবুব আলম মৃদুল ১৯৯৭ সালের ২৫ জানুয়ারি টাঙ্গাইলের সদর উপজেলার গোসাই জোয়াইর গ্রামে সম্ভ্রান্ত মুসলিম ব্যবসায়ী পরিবারে জন্মগ্রহণ করেন। তার বাবা এস এম শামছুল আলম ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ভাইস চেয়ারম্যান।
ওয়ালটন পরিচালক মাহবুব আলম মৃদুলকে পারিবারিক কবরস্থানে দাফন
ওয়ালটন গ্রুপের পরিচালক মাহবুব আলম মৃদুলকে শুক্রবার (২২ জানুয়ারি) দুপুরে টাঙ্গাইলের সদর উপজেলার গোসাই জোয়াইর গ্রামের পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। এর আগে বাদ জুমা সদর উপজেলার গোসাই জোয়াইর আজিম মেমোরিয়াল উচ্চ বিদ্যালয় মাঠে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় বিপুল সংখ্যক মানুষ অংশ নেন।
ওয়ালটন গ্রুপের এই পরিচালকের মৃত্যুতে সরকারি প্রশাসন, রাজনীতিক, সামাজিক সংগঠনের পক্ষ থেকে শোক প্রকাশ এবং তার পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানানো হয়েছে।
জানাজায় টাঙ্গাইল সদর আসনের সংসদ সদস্য ছানোয়ার হোসেন, জেলা প্রশাসক ড. আতাউল গনি, ওয়ালটন গ্রুপের চেয়ারম্যান এস এম নুরুল আলম রেজভী, ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ভাইস চেয়ারম্যান এস এম শামছুল আলম, ওয়ালটন গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ইঞ্জিনিয়ার গোলাম মোর্শেদ, পরিচালক এস এম রেজাউল আলম শামীম, ওয়ালটন করপোরেশনের ব্যবস্থাপনা পরিচালক এস এম মাহবুবুল আলম, ওয়ালটন গ্রুপের নির্বাহী পরিচালক এস এম জাহিদ হাসান, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহজাহান আনছারী, সাবেক চেয়ারম্যান খোরশেদ আলমসহ সর্বস্তরের মানুষ অংশ নেয়। বৃহস্পতিবার (২১ জানুয়ারি) সন্ধ্যা ৬টা ২৩মিনিটে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে মাহবুব আলম মৃদুল ইন্তেকাল করেন। তার বয়স হয়েছিল ২৩ বছর। ১৯৯৭ সালের ২৫ জানুয়ারি টাঙ্গাইলের সদর উপজেলার গোসাই জোয়াইর গ্রামে সম্ভ্রান্ত মুসলিম ব্যবসায়ী পরিবারে জন্মগ্রহণ করেন মাহবুব আলম মৃদুল।