মীরসরাইয়ে বারইয়ারহাটে গ্রীড উপ-কেন্দ্রে অজ্ঞাত কারণে পাওয়ার ট্রান্সফরমারের বিষ্ফোরণ ঘটে অগ্নিকান্ডের সূত্রপাত হয়। এতে করে পুরো উপজেলায় ৩ ঘন্টার জন্য বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে যায়। রবিবার (২৪ জানুয়ারি) সন্ধ্যা ৭টায় বারইয়ারহাট গ্রীড উপ-কেন্দ্রে একটি বিকট শব্দ হয়ে পরীক্ষামুলক ভাবে চালু হওয়া নতুন প্লান্টের পাওয়ার ট্রান্সফরমারে দাউ দাউ করে আগুন জলা শুরু হয়। পল্লী বিদ্যুৎ সমিতি-৩ বারইয়ারহাট জোনাল অফিসের লাইনম্যানের সদস্যরা ও মীরসরাই ফায়ার সার্ভিসের কর্মীরা এক ঘন্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনে। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান হিঙ্গুলী ইউনিয়ন পরিষদের সদস্য মুনাছির এবং শাহ আলম। সঙ্গীয় ফোর্স নিয়ে জোরারগঞ্জ থানার এস আই রতন। জানা গেছে, পাওয়ার গ্রীড কোম্পানীর বারইয়ারহাট গ্রীড উপ-কেন্দ্রে এনার্জি প্যাক রবিবার সকাল থেকে টেকনিক্যাল কাজ সম্পন্ন করে দুপুরে পরীক্ষামুলক ভাবে ১৩২/৩৩ কেভি লাইনের ২০০ কেভির পাওয়ার ট্রান্সফরমারটি চালু করা হয়। রবিবার সন্ধ্যা ৭টায় হঠাৎ একটি বিকট শব্দ হয়ে ট্রান্সফরমারটিতে আগুন ধরে যায়। পরবর্তীতে পল্লী বিদ্যুৎ সমিতি-৩ এর পরিচালক জাবেদ ইকবাল এবং বারইয়ারহাট জোনাল অফিসের সদস্যরা গিয়ে ফায়ার স্টিক এবং বালু নিক্ষেপ করে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে। আগুনের মাত্রা বেড়ে গেলে মীরসরাই ফায়ার সার্ভিস ষ্টেশনের কর্মীরাও তাতে যোগ দেয়। প্রায় ৩০ মিনিট চেষ্টা করে ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনে। নাম প্রকাশ না করার শর্তে বারইয়ারহাট গ্রীড উপ-কেন্দ্রের জনৈক প্রকৌশলী বলেন, ধারণা করা যাচ্ছে ট্রান্সফরমারটির ভেতরগত কোন ধরণের টেকনিক্যাল সমস্যার কারণে এটি বিষ্পোরিত হয়েছে। প্রাথমিক ভাবে ট্রান্সফরমারটির মূল্য ৫-৬ লক্ষ টাকা হতে পারে। এছাড়া বড় ধরণের কোন ক্ষয় ক্ষতি হয়নি। চট্টগ্রাম পল্লী বিদ্যুৎ সমিতি-৩ এর সভাপতি জাবেদ ইকবাল বলেন, বারইয়ারহাট গ্রীড উপ-কেন্দ্রে আগুন লাগার খবর শুনে আমি দ্রুত ঘটনাস্থলে যাই। বারইয়ারহাট জোনাল অফিসের লাইনম্যানরা জীবনের ঝুঁকি নিয়ে ট্রান্সফরমারটির আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে এবং অন্য ট্রান্সফরমারের তারের সংযোগ বিচ্ছিন্ন করে। পরবর্তীতে ফায়ার সার্ভিসের কর্মীরা গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। আশাকরি আজ রাতের মধ্য পুরো এলাকায় বিদ্যুৎ সরবরাহ করা হবে। মীরসরাই ফায়ার সার্ভিস ষ্টেশনের ষ্টেশন কর্মকর্তা ইমাম হোসেন পাটোয়ারি বলেন, বারইয়ারহাট গ্রীড উপ-কেন্দ্রে আগুন লাগার খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে প্রায় ১ ঘন্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনি।