বুধবার, ২২ জানুয়ারী ২০২৫, ০৪:০৯ অপরাহ্ন

নগরকান্দা পৌরসভা নির্বাচনে প্রতীক বরাদ্দ

বেলায়েত হোসেন লিটন নগরকান্দা (ফরিদপুর) :
  • আপডেট সময় বুধবার, ২৭ জানুয়ারী, ২০২১

আসন্ন  নগরকান্দা  পৌরসভা নির্বাচনের জন্য মেয়র ও  সংরক্ষিত  ও সাধারণ  কাউন্সিলর  পদের জন্য প্রতিক বরাদ্দ  করেছে নির্বাচন কমিশন।  বুধবার  সকালে নগরকান্দা উপজেলা নির্বাচন কার্যালয়ে  রিটার্নিং কর্মকর্তা  মোঃ হাবিবুর রহমান  ও উপজেলা নির্বাচন কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মোঃ লিটন মিয়ার নিকট হতে প্রতীক  বুজে নেন সকল প্রার্থীই। একই প্রতিক একাধিক  প্রার্থীর চাহিদা থাকায় কিছু প্রতীক লটারির মাধ্যমে নিষ্পত্তি করা হয়। আওয়ামী লীগ ও বিএনপি প্রার্থীসহ মোট সাতজন মেয়র প্রার্থী তাদের নির্বাচনের প্রতীক বরাদ্দ পায়। মেয়র পদে নয় জন মনোনয়ন ফরম জমা দিলেও এর মধ্যে মোঃ জাহিদ হোসেন সুইট মিয়া  তার মনোনয়ন প্রত্যাহার করেন অপর প্রার্থী হাবিবুর রহমান পান্নুর মনোনয়ন পত্র বাছাইয়ে বাতিল বলে গন্য হয়। বাকি সাত মেয়র প্রার্থীরা যে সকল প্রতীক পেলেন,  নিমাই চন্দ্র সরকার (নৌকা),  মোঃ আলীমুজ্জামান সেলু (ধানের শীষ),  মোঃ কামরুজ্জামান মিঠু  (মোবাইল),  মোঃ মাসুদুর রহমান (জগ), দেলোয়ার হোসেন দুলু (নারিকেল গাছ),  মোঃ মনিরুজ্জামান তুহিন  (চামচ ), আরিফ আহম্মেদ বিপ্লব  (ইস্ত্রি )।  আগে থেকে প্রেসে  পোষ্টারের কাজ প্রায় সমপর্নœ  করে  রাখে সকল প্রার্থীই। প্রতিক ঘোষনার পরপরই শুধু খালি থাকা প্রতিকের স্থান পুরন করেই দ্রুত পোষ্টার তৈরির  মাধ্যমে  প্রার্থীরা বিভিন্ন স্থানে রশি দিয়ে নিজ নিজ পোষ্টার  টাঙ্গিয়ে দিয়েছে। আগামী ১৪ ই ফেব্রুয়ারী ৪র্থ ধাপে অনুষ্ঠিত হবে  নগরকান্দা পৌরসভা নির্বাচন।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com