রবিবার, ১৯ জানুয়ারী ২০২৫, ০৫:১৩ পূর্বাহ্ন
শিরোনাম ::
দেশের ৩০টি কেন্দ্রে ফয়যে বর্ণভী সাবাহী মক্তব বোর্ডের ২য় কেন্দ্রীয় পরীক্ষা কলমাকান্দায় ফ্রী মেডিকেল ক্যাম্প জগন্নাথপুরে পলাতক আসামী গ্রেফতার-৫ চকরিয়ায় স্বামীর হাতে স্ত্রী, সড়ক দুর্ঘটনা, সংঘর্ষ ও মসজিদের বাথ রুমে মুসল্লীর লাশ সহ ৪ খুন : খুনিসহ আটক ৩ মোংলার সুন্দরবন ইউনিয়নে বিএনপি’র কমিটিতে আওয়ামী লীগ নেতাকর্মী থাকায় সংবাদ সম্মেলন পাঁচবিবিতে ওলামা মাশায়েখ ও সুধী সমাবেশ ফটিকছড়িতে আকষ্মিক সফরে প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ সদরপুরে এশিয়ান টেলিভিশনের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন গলাচিপায় তারুণ্যে উৎসবে বিভিন্ন পর্বে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ আমাদের মূল সংগ্রাম একনায়কতন্ত্র উৎখাত করা : সাক্ষাৎকারে কেএনডিএফ নেতা

জান্নাতের অফুরন্ত নিয়ামত

মুফতি আবুল কাসেম:
  • আপডেট সময় শুক্রবার, ৫ ফেব্রুয়ারী, ২০২১

আল্লাহ তায়ালা তাঁর প্রিয় মুমিন বান্দাদের জন্য চির শান্তির জান্নাত প্রস্তুত করে রেখেছেন। অসংখ্য-অগণিত নিয়ামতে পরিপূর্ণ সে জান্নাত। সেখানে সুখশান্তির অন্ত থাকবে না। আরাম-আয়েশের জন্য যা যা প্রয়োজন তার সব কিছুই থাকবে তাতে। পবিত্র কুরআন ও হাদিসে জান্নাতের নিয়ামতগুলোর বিশদ বিবরণ এসেছে। জান্নাতের নিয়ামত হবে অকল্পনীয়। নবী করিম সা: বলেছেন, ‘আল্লাহ তায়ালা বলেন, আমি আমার নেককার বান্দাদের জন্য এমন সব বস্তু তৈরি করে রেখেছি, যা কখনো কোনো চক্ষু দেখেনি, কোনো কান শোনেনি, যা সম্পর্কে কোনো মানুষের মনে কোনো ধারণাও জন্মেনি। (সহিহ মুসলিম-৭০২৪) পবিত্র কুরআনে ইরশাদ হয়েছে, ‘তাদের জন্য রয়েছে চির শান্তির জান্নাত, চির বসন্তের জান্নাত, যার তলদেশে প্রবাহিত হতে থাকবে নদীগুলো। সেখানে তাদেরকে সোনার কাঁকনে সজ্জিত করা হবে। তারা পাতলা ও মোটা সবুজ বস্ত্র পরিধান করবে এবং উপবেশন করবে উচ্চ আসনে বালিশে হেলান দিয়ে। চমৎকার পুরস্কার এবং সর্বোত্তম আবাস।’ (সূরা কাহফ-৩১)
অন্যত্র আরো ইরশাদ হয়েছে, ‘অবশ্য মুত্তাকিদের জন্য সাফল্যের একটি স্থান রয়েছে। বাগ-বাগিচা, আঙুর, পূর্ণ যৌবন, সমবয়সী তরুণী এবং উচ্ছ্বসিত পানপাত্র। সেখানে তারা শুনবে না কোনো বাজে ও মিথ্যা কথা। প্রতিদান ও যথেষ্ট পুরস্কার তোমাদের রবের পক্ষ থেকে।’ (সূরা নাবা : ৩১-৩৬) এ প্রসঙ্গে প্রিয় নবীর একটি হাদিসÑ হজরত আবু হুরায়রা রা: প্রিয় নবী সা:-এর দরবারে আরজ করলেন, হে আল্লাহর রাসূল! জান্নাতের বিবরণ দান করুন। তখনি তিনি বর্ণনা করেন, ‘জান্নাতের একটি ইট স্বর্ণের, একটি রৌপ্যের, কঙ্কর হবে মণিমুক্তার, জাফরানের মাটি, কস্তুরির প্লাস্টার। যে জান্নাতে প্রবেশ করবে, সে আনন্দ-উল্লাসে মাতোয়ারা থাকবে। কোনো দুঃখ-কষ্ট ও অভাব-অনটন তাকে স্পর্শ করবে না। সে অনন্তকাল এতে অবস্থান করবে। কখনো আর মৃত্যুবরণ করবে না। না তার পরনের পোশাক পুরনো হবে আর না যৌবনকাল শেষ হবে (তারা অনন্তযৌবনা হবে)।’ (জামে তিরমিজি-২৫২৬)
একজন সর্ব নিম্নস্তরের জান্নাতিকে এ দুনিয়ার চেয়ে বহুগুণে বড় একটি জান্নাত দান করা হবে। এক হাদিসে বিশ্বনবী সা: ইরশাদ করেন, ‘জান্নাতিদের সর্বাপেক্ষা নিম্নস্তরের হলো সে ব্যক্তি, যার উদ্যান, সেবক, স্ত্রী, মসনদ ও খাট এ পরিমাণ জায়গাজুড়ে বিস্তৃত থাকবে, যা এক সহস্র বছরেও অতিক্রম করা যাবে না।’ (জামে তিরমিজি-২৫৫৩) রাসূলুল্লাহ সা: আরো বলেন, ‘অতি সাধারণ মর্যাদাসম্পন্ন একজন জান্নাতিরও ৮০ হাজার সেবক ও ৭২ জন হুর থাকবে। আর তার জন্য মণিমুক্তা, গোমেদ ও ইয়াকুত পাথরের তাঁবু নির্মাণ করা হবে।’ (জামে তিরমিজি-২৫৬২)
প্রতিনিয়ত জান্নাতিদের রূপ-লাবণ্য বৃদ্ধি পেতে থাকবে। প্রিয় নবী সা: ইরশাদ করেন, ‘জান্নাতে একটি বাজার রয়েছে, যেখানে তারা প্রতি শুক্রবারে পরস্পর সাক্ষাৎ করবে। তখন উত্তরের বাতাস প্রবাহিত হবে, যা তাদের মুখম-ল ও কাপড় আলোড়িত করবে। এতে তাদের সৌন্দর্য ও রূপ-লাবণ্য আরো বেড়ে যাবে। তারা রূপ-লাবণ্যে সমৃদ্ধ অবস্থায় স্ত্রীদের কাছে ফিরবে। তখন তাদের স্ত্রীরা বলবে, আল্লাহর কসম, আমাদের থেকে পৃথক হওয়ার পর তোমাদের সৌন্দর্য বৃদ্ধি পেয়েছে। উত্তরে তারা বলবে, আল্লাহর শপথ, আমাদের প্রস্থানের পর তোমাদের সৌন্দর্যও বহুগুণে বেড়ে গেছে।’ (সহিহ মুসলিম-৭০৩৮) জান্নাতি হুরদের রূপের বিবরণ দিতে গিয়ে প্রিয় নবী সা: বলেন, ‘জান্নাতি রমণীরা ৭০টি কাপড় পরিহিত থাকবে, সেগুলো ভেদ করেও তাদের পায়ের গোছার শুভ্রতা এবং অস্থিমজ্জা দেখা যাবে। কারণ তাদের সম্পর্কে আল্লাহ তায়ালা বলেন, ‘যেন তারা পদ্মরাগ ও প্রবাল। আর পদ্মরাগ এমন স্বচ্ছ পাথর যার ভেতর কোনো সুতা প্রবেশ করালে তা বাইরে থেকে দেখা যায়।’ (তিরমিজি-২৫৩২) আল্লাহ আমাদের জান্নাতের অফুরন্ত নিয়ামত লাভের তাওফিক দান করুন। লেখক : মুহাদ্দিস, জামিয়া ইসলামিয়া হামিদিয়া বটগ্রাম, সুয়াগাজী, সদর দক্ষিণ, কুমিল্লা




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com