রংপুরের বিড়ি শিল্প নগরী হিসেবে খ্যাত হারাগাছ পৌর নির্বাচনকে ঘিরে প্রার্র্থী ও সমর্থকদের মাঝে উৎসবের আমেজ বিরাজ করছে। আগামী ২৮ ফেব্রুয়ারী হারাগাছ পৌর নির্বাচন উপলক্ষে হারাগাছ বহুমূখী উচ্চ বিদ্যালয় মিলনায়তনে হারাগাছ পৌর আওয়ামী লীগের আয়োজনে গতকাল এক বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়। বিশেষ বর্ধিত সভায় মোঃ জামিল আকতার, সভাপতি, বাংলাদেশ আওয়ামী লীগ, হারাগাছ পৌর শাখার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ মমতাজ উদ্দিন আহমেদ, সভাপতি, বাংলাদেশ আওয়ামী লীগ রংপুর জেলা শাখা। পৌর আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভায় উপস্থিত সকল পৌর ওয়ার্ডের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ আওয়ামী লীগ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন এবং পৌরসভার নয়টি ওয়ার্ডের মধ্যে নির্বাচনী পরিকল্পনা নিয়ে মতবিনিময় করেন। প্রধান অতিথি মোঃ মমতাজ উদ্দিনসহ হারাগাছ পৌর ও কাউনিয়া উপজেলা আওয়ামী লীগ নেতৃবৃন্দ সকলেই তাদের মনোনীত প্রার্থী মোঃ হাকিবুর রহমান (মাষ্টার) কে পুনারায় বিজয় লাভের জন্য মনেপ্রাণে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। প্রধান বক্তা অ্যাডঃ মোঃ রেজাউল করিম রাজু, সাধারণ সম্পাদক, বাংলাদেশ আওয়ামী লীগ, রংপুর জেলা শাখা বলেন- সবাইকে নিয়ে নির্বাচনী কাজ করলে আমরা নিশ্চিৎ জয়লাভ করব। সকল প্রকার ভেদাভেদ, ভূলত্রুটি ও নিজেদের মধ্যে মনোমালিন্য না রেখে দলীয় সিদ্ধান্তকে সামনে রেখে সকল হারাগাছ ও কাউনিয়া আওয়ামী লীগ নেতা-কর্মীকে নির্বাচনী প্রচারণাসহ যাবতীয় কার্য সম্পাদক করার বিশেষভাবে আহ্বান রাখেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ আনোয়ারুল ইসলাম (মায়া), সভাপতি, বাংলাদেশ আওয়ামী লীগ, কাউনিয়া উপজেলা শাখা। মোঃ আব্দুল হান্নান, সাধারণ সম্পাদক, বাংলাদেশ আওয়ামী লীগ, কাউনিয়া উপজেলা শাখা ও বাংলাদেশ আওয়ামী লীগ রংপুর জেলা শাখা, কাউনিয়া উপজেলা শাখা ও হারাগাছ পৌর শাখা আওয়ামী লীগের সম্মানিত নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।