লক্ষ্মীপুরের রায়পুরে( ৮ফ্রেব্রয়ারি) মঙ্গলবার ভোরে রায়পুর থানাধীন ০৫ নং চরপাতা ইউপির ০৯নং ওয়ার্ডস্থ পূর্ব চরপাতা গ্রামের খাইল্লাগো পোল টু মালিবাড়ি সড়কের আক্তারুজ্জামান পাটোয়ারী বাড়ীর পূর্বে রবি, এয়ারটেল টাওয়ারে একদল ডাকাত প্রাইভেটকার যোগে ডাকাতি সংঘটনের উদ্দশ্যে সমবেত হওয়ার সময় গোপন সংবাদের ভিত্তিতে রায়পুর থানার অফিসার ইনচার্জ আবদুল জলিল নেতৃত্বে এসআই মোহাম্মদ সাফায়েত উল্লাহ, এসআই মোঃ আব্দুল কুদ্দুছ সংগীয় অফিসার ও ফোর্স সহ স্থানীয় জনতার সহায়তায় ব্লক রেইট অভিযান পরিচালনা করিয়া ডাকাত ১) সুমন(২৪), পিতা-আঃ রব, সাং-লটিয়া, থানা-হোমনা, জেলা-কুমিল্লা, ২) ইলিয়াস(৩৯), পিতা-তৈয়বুর রহমান, সাং-দেউলী, থানা-বাকেরগঞ্জ, জেলা-বরিশাল, ৩) বি এম জাকারিয়া ওরফে রাকিব(৪২), পিতা-হোসেন আহাম্মদ ভূঁইয়া, সাং-মাছিমনগর, থানা-সদর, জেলা-লক্ষ্মীপুর, ৪) রাজিব মোল্লা(৩০), পিতা-মৃত আবুল কালাম আজাদ, সাং-কাশিয়ানি, ভাটিয়াপাড়া, থানা-কাশিয়ানি, জেলা-গোপালগঞ্জ, ৫) সানাউল(২৫), পিতা-হাশিমুল, সাং-বাতাকান্দি, থািনা-তিতাস, জেলা-কুমিল্লা সহ ০৫ জন ডাকাতকে ডাকাতির সরঞ্জামাদি ও প্রাইভেটকার সহ গ্রেফতার করেন। গ্রেফতারকৃত আসামীদের নিয়মিত মামলায় বিজ্ঞ আদালতে সোপর্দ করা হইয়াছে।