বুধবার, ২২ জানুয়ারী ২০২৫, ০৪:৩২ অপরাহ্ন

কারিগরি শিক্ষায় দক্ষতা অর্জনকারীদের জন্য তদবির করতে হয় না-মসিউর রহমান রাঙ্গা এমপি

গঙ্গাচড়া (রংপুর) প্রতিনিধি :
  • আপডেট সময় মঙ্গলবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২১

দেশকে উন্নয়নশীল রাষ্ট্রে পরিণত করতে হলে কারিগরি শিক্ষাকে গুরুত্ব দিতে হবে। কারিগরি শিক্ষায় দক্ষতা অর্জনকারী শিক্ষার্থীদের কোন কর্মসংস্থানের জন্য তদবির করতে হয় না। নিজের যোগ্যতা ও দক্ষতায় নিজের কর্মসংস্থান সৃষ্টি করতে পারে। গতকাল রংপুরের গঙ্গাচড়ায় মডেল পলিটেকনিক ইন্সটিটিউট এর ৪র্থ তলা ভবনের ভিত্তিপ্রস্থর স্থাপনের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন জাতীয় সংসদের বিরোধী দলীয় চীফ হুইপ আলহাজ্ব মসিউর রহমান রাঙ্গা এমপি। তিনি আরো বলেন, কারিগরি শিক্ষায় দক্ষতা অর্জনের পাশাপাশি আধুনিক কৃষি চাষাবাদসহ সকল ক্ষেত্রে দক্ষতা অর্জন করে কাজে লাগাতে হবে। তবেই দেশ উন্নত রাষ্ট্রে রুপান্তরিত হবে। এজন্য সরকার বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে। তিনি অভিভাবকদের কোন চাপ দিয়ে নয় সন্তানের পছন্দ অনুযায়ী দক্ষতা অর্জনে সহযোগিতার আহবান জানান। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখের উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব রুহুল আমিন, স্পার্কি ইলেকট্রনিক্স ইন্ডাঃ লিঃ-এর চেয়ারম্যান মঞ্জুরুল ইসলাম রতন, গঙ্গাচড়া ইউপি চেয়ারম্যান আল সুমন আব্দুল্লাহ। এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান সাজু আহম্মেদ লাল, উপজেলা জাপার আহবায়ক নুর আমিন, সদস্য সচিব আবুল কালাম আজাদ, এমপি প্রতিনিধি মমিনুর ইসলাম। মডেল পলিটেকনিক ইন্সটিটিউট এর চেয়ারম্যান আব্দুল বাতেন অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন। মোনাজাত পরিচালনা করেন মাওলানা আফজাল হোসেন পীর সাহেব। অভিভাবক, প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী ও সুধিজন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com