সোমবার, ২০ জানুয়ারী ২০২৫, ০৫:২১ অপরাহ্ন
শিরোনাম ::
পুঁইশাক চাষে সফল সুফিয়া, আগ্রহী হচ্ছে অন্য কৃষকরাও অতিরিক্ত টোল আদায় করলেই ইজারা বাতিল-ভোলায় উপদেষ্টা সাখাওয়াত কৃতি ফিরোজীকে বাঁচাতে সাভারে চ্যারিটি কনসার্ট আওয়ামী লীগের সাথে দ্বন্দ্ব নাই, যারা অন্যায় করেছে তাদের বিচার চাই-আব্দুল আউয়াল মিন্টু জলঢাকায় গণঅধিকার পরিষদের গণসমাবেশ সোনারগাঁওয়ে মাসব্যাপি লোককারুশিল্প মেলা ও লোকজ উৎসব শুরু শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানে ৮৯তম জন্মদিন উপলক্ষে আগৈলঝাড়া বিএনপি’র উদ্যোগে আনন্দ র‌্যালি পায়রা তাপ বিদ্যুৎ কেন্দ্রের ক্ষতিগ্রস্তুদের অবস্থান কর্মসূচি জামালপুর পৌরসভার ৭নং ওয়ার্ড বিএনপির আয়োজনে দুস্থদের মাঝে কম্বল বিতরণ ভুট্টা চাষে দেশের শীর্ষে চুয়াডাঙ্গা: ৫৯,৬৫৬ হেক্টর জমিতে আবাদ

কোম্পানীগঞ্জে কাদের মির্জার মিছিলে পুলিশের লাঠিচার্জ, আহত-৪০

সিরাজ উল্যাহ কোম্পানীগঞ্জ (নোয়াখালী) :
  • আপডেট সময় শনিবার, ২০ ফেব্রুয়ারী, ২০২১

নোয়াখালীর কোম্পানীগঞ্জ থানার সামনে শনিবার সকালে হরতালের সমর্থনে ওবায়দুল কাদেরের ছোট ভাই আবদুল কাদের মির্জার নেতৃত্বে বিক্ষোভ মিছিল বের করে। বিক্ষোভ মিছিলটি কোম্পানীগঞ্জ উপজেলা চত্বর থেকে থানার সামনে দিয়ে যাওয়ার সময় পুলিশ মিছিলে ব্যাপক লাঠিচার্জ করে। লাঠিচার্জে কোম্পানীগঞ্জ উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক মোঃ ইউনুছ, বসুরহাট পৌরসভা আ’লীগের সাধারণ সম্পাদক প্রভাষক গোলাম ছারওয়ার, বসুরহাট পৌরসভা কৃষকলীগের সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট হাফিজুর রহমান শাহীন, নোয়াখালী জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মহিন উদ্দিন পলাশ, বসুরহাট পৌরসভা যুবলীগের সভাপতি শাহাজ উদ্দিন মামুন, কোম্পানীগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক জাকের হোসেন হৃদয়, কোম্পানীগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক আবদুল হাই ফরহাদ, পৌরসভা আ’লীগ নেতা সবুজ, নজরুল, দেলোয়ার, সেন্টু, নোমান, লিটনসহ অনন্ত পক্ষে ৪০জন আহত হয়। আহতদেরকে কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে ভর্তি করা হয়, বাকীদেরকে উপজেলার বিভিন্ন বেসরকারী ক্লিনিকে চিকিৎসা দেওয়া হচ্ছে। এরপর পুলিশ বসুরহাট রূপালী চত্বরে আ’লীগের কেন্দ্রীয় কার্যালয়ে ঢুকে চেয়ার, টেবিল, মঞ্চ, জেনারেটর ও মাইক ভাংচুর করে। সকাল সাড়ে ১০টায় রূপালী চত্বরে সংবাদ সম্মেলনে আবদুল কাদের মির্জা বলেন, কোম্পানীগঞ্জসহ নোয়াখালী ও ফেনীতে অপরাজনীতি চলতেছে। সর্বত্র টেন্ডারবাজি, অনিয়ম, চাকুরী বাণিজ্য, শালিশ বাণিজ্য চলছে, এসকল কার্যক্রমের বিরুদ্ধে আমি কথা বলায় প্রতিনিয়ত আমার ও আমার নেতাকর্মীদের বিরুদ্ধে হামলা হচ্ছে। আবদুল কাদের মির্জা শনিবার সকাল-সন্ধ্যা হরতালের ঘোষনা দিলেও ডিগ্রী পরীক্ষার পরিক্ষার্থীদের কথা বিবেচনা করে হরতাল শিথিল করে দুপুর ১২টা পর্যন্ত আনেন। তিনি বলেন, তথাকথিত এমপি একরামুল করিম চৌধুরী ও নিজাম হাজারী কোম্পানীগঞ্জে অস্ত্র সরবরাহ করছে, অস্ত্রধারীরা কোম্পানীগঞ্জের দক্ষিণ আঞ্চলে অবস্থান করছে। যেকোন মূহুূর্তে তারা রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটাতে পারে। তিনি বলেন, সড়ক ও সেতু মন্ত্রনালয়ের সচিব বেলায়েত বিএনপি করেন, তার আরেক ভাই চৌমুহনী এস.এ কলেজের অধ্যক্ষ, অপর ভাই ভোট ডাকাতি করে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। আরেক ভাই প্রভাব খাটিয়ে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার হতে চায়। ভিসিকে রাজি করাতে পারছেন না। মন্ত্রীর এপিএস মহিদুল ইসলাম, জাহাঙ্গীর আলম, আবদুল মতিন এরা বিভিন্ন তদবির বাজি করে কোটি কোটি টাকা হাতিয়ে নিচ্ছেন। মন্ত্রীর পিআরও আবু নাছের আমাকে দল থেকে বহিষ্কার করা বলেন। নোয়খালীর ডিসি বিএনপি করে, এসপি জামায়াত করে, কোম্পানীগঞ্জ থানার ওসি জাহেদুল হক রনি ও ওসি (তদন্ত) রবিউল হক একরামের পা চাটা কুকুর। গতকাল শুক্রবার একরামের লেলিয়ে দেওয়া সন্ত্রাসী ও কোম্পানীগঞ্জ থানা পুলিশ একসাথ হয়ে চাপরাশিরহাট বাজারে আমার দলীয় নেতাকর্মীদেরকে নির্বিচারে গুলি করে। গুলিবিদ্ধ বহু নেতাকর্মী এখন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। তিনি বলেন, কোম্পানীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ শাহাব উদ্দিন, উপজেলা আ’লীগের সাবেক সভাপতি খিজির হায়াত খান ও উপজেলা আ’লীগের সাবেক সাধারণ সম্পাদক নুরনবী চৌধুরী মাদক স¤্রাট সাবেক উপজেলা চেয়ারম্যান মিজানু রহমান বাদলের সাথে একত্র হয়ে আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। না হলে বাদলেরা এত সাহস কোথায় থেকে পায়। আবদুল কাদের মির্জা নোয়াখালী ও ফেনী অপরাজনীতি বন্ধ করা, নোয়াখালীর ডিসি, এসপি, কোম্পানীগঞ্জ থানার ওসি, ওসি (তদন্ত) কে প্রত্যাহার, তার গাড়ি বহরে হামলাকারীদের বিচারের দাবীতে, গত শুক্রবার তার কোম্পানীগঞ্জ উপজেলার চাপরাশিরহাট বাজারে নেতাকর্মীদের গুলি করার প্রতিবাদে আজ এ হরতালের আহ্বান করেন। আগামী ২২ ফেব্রুয়ারী সকাল ১০টায় কোম্পানীগঞ্জ উপজেলা চত্বর থেকে বসুরহাট বাজার পর্যন্ত মানববন্ধন কর্মসূচীর ঘোষণা করেন। অপরদিকে ওবায়দুল কাদের ও প্রধামন্ত্রী শেখ হাসিনা কে গত কয়েকমাস যাবত আপত্তিকর বক্তব্য দিয়ে আসার প্রতিবাদে শনিবার দুপুর ১২টায় উপজেলা চরকাঁকড়া ইউনিয়নের রাস্তামাথায় সাবেক উপজেলা চেয়ারম্যান মিজানুর রহমান বাদল সংবাদ সম্মেলন করেন। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের ভাগিনা ফখরুল ইসলাম রাহাত, মাহবুব রশিদ মঞ্জু, মুছাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নজরুল ইসলাম চৌধুরী শাহীন, চরএলাহী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদুর রাজ্জাক, চরফকিরা ইউনিয়ন আ’লীগের সেক্রেটারী জাহেদুল হক কচি, চরকাঁকড়া ইউনিয়ন আ’লীগের সাবেক সেক্রেটারী মাহবুবুর রহমান আরিফ, রামপুর ইউনিয়ন চেয়ারম্যান প্রার্থী হাসিবুস শাহীদ আলোক, কোম্পানীগঞ্জ উপজেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক জহির আহম্মেদ, আ’লীগ নেতা ফখরুল ইসলাম সবুজ, চরকাঁকড়া ইউপি সদস্য সৌরভ, ইউপি সদস্য সবুজ, ছাত্রলীগের সাবেক নেতা মোঃ আলাল প্রমুখ। সংবাদ সম্মেলনে বাদল বলেন, মেয়র আবদুল কাদের মির্জা উচ্চা বিলাসী, হীন স্বার্থ চরিতার্থ করার লক্ষে যুক্তরাষ্ট্র ভ্রমনের নামে দেশে বিদেশে পালিয়ে থাকা বিএনপি জামায়াতের নেতৃবৃন্দ বিশেষ করে বিদেশে পলাতক বিএনপি নেতা তারেক রহমান ও তার লোকজনের সাথে যুক্তরাষ্ট্রে নিউইয়র্কে জ্যাকসন হাউটর্স এর একটি হোটেলে বৈঠক করেন এবং তারেক রহমানের সাথে ভিডিও কনফারেন্স এ কথা বলেন, যেন ভবিষ্যৎ নোয়াখালী-৫ নির্বাচনী এলাকায় মওদুদ আহমদের অবর্তমানে আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি মনোনয়ন নিশ্চিত করার স্বতে সমঝোতার মাধ্যমে বাংলাদেশ আ’লীগ এবং সরকারের বিরুদ্ধে মিথ্যাচারে লিপ্ত হয়েছেন।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com