বুধবার, ২২ জানুয়ারী ২০২৫, ০৬:৫৬ অপরাহ্ন

বরিশালে “বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে সাইকেল যাত্রা”

শামীম আহমেদ (বরিশাল) প্রতিনিধি :
  • আপডেট সময় বুধবার, ১৭ মার্চ, ২০২১

বরিশাল: জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপন উপলক্ষে বরিশালে বর্ণাঢ্য আয়োজনে বঙ্গবন্ধুর সাইকেল যাত্রা অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার (১৭ মার্চ) বিকেল ৪ টায় বরিশাল নগরের জিলা স্কুল মোড় থেকে এ সাইকেল যাত্রার আনুষ্ঠানিক উদ্বোধন করেন সিটি মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ। উদ্বোধন শেষে মেয়র নিজে শিশু-কিশোর-বৃদ্ধসহ সকল বয়সী মানুষদের সাথে সহস্রাধিক বাইসাইকেল নিয়ে বর্ণাঢ্য সাইকেল যাত্রা বা র‌্যালিটি বের করেন। কয়েক কিলোমিটার দৈর্ঘ্য এ যাত্রোচরদ বিভিন্ন বয়সের ও শ্রেনী পেশার মানুষ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী লোগো সংবলিত সাদা টি শার্ট পরে বাইসাইকেল নিয়ে স্বতস্ফূর্তভাবে অংশগ্রহন করতে দেখা গেছে। সাইকেল যাত্রা নগরের পুলিশ লাইন রোড, বাংলাবাজার রোড, আমতলা পানির ট্যাংকি রোড, সিএন্ডবি রোড, চৌমথা, নথুল্লাবাদ বাসস্ট্যান্ড, বিএম কলেজ রোড, নতুনবাজার, হাসপাতাল রোড, জেলখানার মোড়, সদর রোড হয়ে পুনরায় জিলা স্কুল মোড়ে গিয়ে শেষ হয়। এদিকে সড়কের দুইপাশে দাড়িয়ে থেকে সাধারণ মানুষ মেয়রের নেতৃত্বে এ সাইকেল যাত্রাকে স্বাগত জানান।
উল্লেখ্য ৩০ মার্চ বিকেল ৪ টায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী লোগোর সর্ববৃহৎ মানব প্রদর্শনীর আয়োজন করা হয়েছে বঙ্গবন্ধু উদ্যানো। মেয়র জানিয়েছেন এটি হবে ১ লাখ ৬০ হাজার স্কয়ারফিটের এ যাবৎকালের সবথেকে বড় মানব প্রদর্শনী।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com