বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী ২০২৫, ০৮:৩৫ অপরাহ্ন
শিরোনাম ::
কিডস ক্রিয়েশন টিভিতে চলছে শিশুদের নিয়ে কুইজ কম্পিটিশন ‘জিনিয়াস কিডস’ মার্কিন নতুন প্রশাসনের সাথে সম্পর্ক আরো বাড়বে : নজরুল ইসলাম একাত্তরে আ’লীগ মানুষকে বন্দুকের মুখে রেখে পালিয়েছিল, চব্বিশেও তাই করেছে : মঈন খান ১৮,০০০ ভারতীয়কে দেশে ফেরত পাঠাচ্ছে ট্রাম্প প্রশাসন জাতীয় ঐক্য গড়তে বিএনপির সঙ্গে খেলাফত মজলিসের বৈঠক বিধবংসী আগুন তুরস্কের রিসোর্টে, নিহত কমপক্ষে ৬৬ জন্মসূত্রে নাগরিকত্ব বাতিল, সংবিধানের বিপরীতে হাঁটছেন ট্রাম্প ওষুধ-রেস্তোরাঁ-মোবাইলে ভ্যাট বাড়ছে না ‘ওয়ান স্টপ সার্ভিসে’ খালেদা জিয়ার চিকিৎসার সিদ্ধান্ত জুলাই স্মৃতি ফাউন্ডেশন থেকে সরে দাঁড়ালেন সারজিস

চকরিয়ায় সুদের টাকার জন্য নারীকে গাছে বেঁধে মারধর, আটক ১

মনির আহমদ কক্সবাজার :
  • আপডেট সময় বুধবার, ১৭ মার্চ, ২০২১

চকরিয়ায় সুদের টাকা দিতে ব্যর্থ এক নারীকে গাছের সাথে বেঁধে বেদম প্রহার করেছে সুদখোর পিতা-পুত্র। ১৬ মার্চ রবিবার “২১ নেক্কার জনক এ ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ পেলে আজ ১৭ মার্চ দুপুরে অভিযান চালিয়ে জহির আহমদ(৫০) নামের এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। স্থানীয় বরইতলী ইউপি চেয়ারম্যান জালাল আহমদ সিকদার ও প্যানেল চেয়ারম্যান নিয়াজুল ইসলাম মেম্বার ঘটনাস্থল পরিদর্শন শেষে যৌথভাবে জানান, তাঁদের ইউনিয়নের মোরা পাড়া এলাকার জহির আহমদের পুত্র সওকত ওসমান প্রকাশ সুদি সওকত (৩০) এর কাছ থেকে একই গ্রামের দিন মজুর আলী হোসনের স্ত্রী নুর আয়েশা(২৪) গত বছর লকডাউনের শুরুতে উচ্চ সুদের অঙ্গিকারে দুই হাজার টাকা ধার নেন। ইতিমধ্যে দুই হাজারের সুদাসলে ৮ হাজার টাকা হয়। এর মধ্যে ছয় হাজার টাকা পরিশোধ করলেও কাজ-কর্ম না থাকায় আরো দুইহাজার টাকা দিতে পারেননি। সুদের বাকী দুই হাজার টাকার জন্য চাপ দিতে থাকে সুদি শওকত। শেষ পর্যন্ত টাকা দিতে ব্যর্থ হওয়ায় শওকত ও তার পিতা জহির আহমদ(৫০) সহ ৪/৫ জন ব্যক্তি নুর আয়েশাকে বাড়ীতে ধরে এনে গাছের সাথে বেঁধে বেদম মারধর করে। এ সময় উৎসুক জনতাকে দিয়ে ভিডিও করায়। ঘটনার পরপর ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেন। ন্যাক্কারজনক এ ঘটনার খবর পেয়ে চকরিয়া থানার ওসি সাকের মোহাং জুবায়ের হারবাং ফাঁড়ী পুলিশের এসআই মোর্শেদের নেতৃত্বে একদল পুলিশ পাঠিয়ে জহির আহমদ(৫০) নামের সুদি সওকতের পিতা জহিরকে গ্রেফতার করেছেন বলে জানান। ওসি সাকের মোহাং জুবায়ের ঘটনার সত্যতা নিশ্চিত করে আরো জানান, সুদের টাকার জন্য নারীকে গাছের সাথে বেঁধে মারধর মত ন্যাক্কার জনক ঘটনাটি তদন্ত করা হচ্ছে। কেউ এজাহার করলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে বলেও তিনি জানান।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com