‘আলাপ’ নামের আইপি কলিং অ্যাপ আনছে সরকারি কম্পানি বাংলাদেশ টেলিকমিউনিকেশনস কম্পানি লিমিটেড (বিটিসিএল)। ২৬ মার্চ অ্যাপটির উদ্বোধন করবেন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার। প্রচলিত আইপি কলিং অ্যাপ থেকে বাড়তি নানা সুবিধা থাকবে এই অ্যাপে। অ্যাপ থেকে যেকোনো মোবাইল বা ল্যান্ড নাম্বারে কল করতে এতে ভ্যাট ও অন্যান্য চার্জসহ মিনিটে খরচ হবে ৩৪.৫ পয়সা। আর অ্যাপ থেকে অ্যাপে কথা বলা যাবে বিনা পয়সায়। অ্যাপ নামিয়ে নিবন্ধন করলেই ১৫ মিনিট ফ্রি টক টাইম পাবেন গ্রাহকরা। অ্যাপটিতে নিবন্ধন করার জন্য গ্রাহকদের জাতীয় পরিচয়পত্র ব্যবহার করতে হবে। হোয়াটসঅ্যাপ-ভাইবারের মতো অ্যাপগুলোতে শুধু ইন্টারনেটে অ্যাপ থেকে অ্যাপে কথা বলা যায়। কিন্তু ইন্টারনেটভিত্তিক টেলিফোন বা আইপি টেলিফোনের অ্যাপে সাধারণ মোবাইল নেটওয়ার্কে বা ল্যান্ডলাইনে কথা বলার সুবিধা পাওয়া যাবে।