কানাডায় পুলিশ অফিসারের ছদ্মবেশে থাকা এক বন্দুকধারীর গুলিতে একজন নারী পুলিশ অফিসারসহ ১৭ জন নিহত হয়েছেন।
সোমবার (২০ এপ্রিল) সংবাদমাধ্যম বিবিসি জানায়, কানাডার নোভা স্কটিয়ায় এই মর্মান্তিক ঘটনা ঘটে। প্রায় ১২ ঘণ্টা ধরে নোভা স্কটিয়ার বিভিন্ন স্থানে মানুষকে গুলি করেছে ওই সন্দেহভাজন ব্যক্তি।
কর্তৃপক্ষ জানিয়েছে, তিনি পুলিশ ইউনিফর্ম পরেছিলেন। তার ব্যবহৃত গাড়িটি রয়্যাল কানাডিয়ান মাউন্টেড পুলিশ ক্রুজারের মতো দেখতে।
নিহত নারী পুলিশ অফিসার দুই সন্তানের জননী। এ ঘটনায় নিহত ওই নারী পুলিশ কর্মকর্তা ছাড়াও অপর এক পুলিশ সদস্য আহত হয়েছেন।
দেশটির পুলিশ জানায়, হ্যালিফ্যাক্সের বাইরে এনফিল্ডের একটি পেট্রোল স্টেশন থেকে ওই ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। এটি আমাদের প্রদেশের ইতিহাসে সবচেয়ে করুণ ও হিংস্র ঘটনা ছিল।
পরবর্তীতে সন্দেহভাজন ওই বন্দুকধারী মারা গেছেন বলে জানানো হয়। ওই সন্দেহভাজন বন্দুকধারীর পরিচয় এখনও প্রকাশ করে নি পুলিশ।
এমআইপি/প্রিন্স/খবরপত্র