লকডাউনে স্বাস্থ্যবিধি মেনে ব্যবসা প্রতিষ্ঠান খুলে দেওয়ার দাবিতে সিলেট নগরীতে বিক্ষোভ মিছিল করছেন সিলেটের ব্যবসায়ীরা। এসময় তারা স্বাস্থ্যবিধি মেনে দোকান-পাট খুলে দেওয়ার দাবি জানান। মঙ্গলবার দুপুর ১২ টায় নগরের জিন্দাবাজার পয়েন্ট থেকে সিলেটের সর্বস্তরের ব্যবসায়ীবৃন্দের ব্যানারে বিক্ষোভ মিছিল শুরু হয়। মিছিলে প্রায় শতাধিক মানুষের উপস্থিতি ছিলো। পরে মিছিল নিয়ে কোর্ট পয়েন্টে গিয়ে সমাবেশে মিলিত হন তারা।