নেত্রকোণার কলমাকান্দা উপজেলায় ঝড়ো হাওয়া ও শিলা বৃষ্টিতে ক্ষতিগ্রস্থদের পাশে এমপি মানু মজুমদার। গত শুক্রবার রাতে ঝড়ো হাওয়া ও শিলা বৃষ্টি হয়েছে। এতে প্রায় দুই শতাধিকের অধিক ঘরের টিনের চাল ফুটো ও প্রায় ১ হাজার ৪০০ হেক্টর ক্ষেতের ধান ব্যাপক ক্ষতি সাধিত হয়েছে। উপজেলার ৮টির ইউনিয়নের মধ্যে পোগলা ইউনিয়নে প্রায় ৭০০ হেক্টর ও বড়খাপন ইউনিয়নে প্রায় ৫০০ হেক্টর জমির ধান ক্ষতিগ্রস্থ হয়। খবর পেয়ে গত শুক্রবার ঢাকা থেকে ছুটে আসেন নেত্রকোণা- ১ আসনের (কলমাকান্দা-দুর্গাপুর নির্বাচনী এলাকা) সংসদ সদস্য মানু মজুমদার। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্থ পোগলা ইউনিয়নসহ ফসলের মাঠ ও বাড়ীঘর পরিদর্শন করেছেন। এ সময় তিনি সরকারের পক্ষ থেকে ক্ষতিপূরন বাবদ প্রয়োজনীয় সহায়তা ও ক্ষতিগ্রস্ত পরিবারের মধ্যে টিন ও নগদ অর্থ প্রদানের আশ্বাস দেন। এ সময় উপজেলা আওয়ামী যুবলীগ সভাপতি মো. মিজানুর রহমান সেলিম, পোগলা ইউপি চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম, উপজেলা কৃষি সম্প্রসারন কর্মকর্তা মেহেদী হাসান তরফদার ও পোগলা ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি হাসন খান পাঠানসহ আওয়ামী লীগ, যুবলীগের নেতাকর্মীগণ উপস্থিত ছিলেন।