বুধবার, ২২ জানুয়ারী ২০২৫, ০৯:৩৬ অপরাহ্ন

রায়গঞ্জে ভর্তুকি মূল্যে কম্বাইন হারভেস্টার মেশিন বিতরণ

রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি :
  • আপডেট সময় শনিবার, ১০ এপ্রিল, ২০২১

সিরাজগঞ্জের রায়গঞ্জে ২০২০-২০২১ অর্থ বছরে উন্নয়ন সহায়তা কার্যক্রমের আওতায় ৫০% ভর্তুকিমূল্যে ৩ টি কম্বাইন হারভেস্টার মেশিন ও ১৬টি ফুট পাম্প কৃষকদের মাঝে বিতরণ করা হয়েছে। শনিবার সকাল ১১টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা কৃষি সম্পসারণ অধিদপ্তরের আয়োজনে বিতরণ উপলক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়। উপজেলা নির্বাহী অফিসার মোঃ রাজিবুল আলম সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন (রায়গঞ্জ তাড়াশ সলঙ্গা) আসনের সংসদ সদস্য অধ্যাপক ডাঃ আঃ আজিজ। বক্তব্য রাখেন রায়গঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান এ্যাডঃ ইমরুল হোসেন তালুকদার ইমন, উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোঃ আব্দুল হাদি আল মাজি জিন্নাহ্, সাধারণ সম্পাদক মোঃ আবুল কালাম আজাদ হৃদয়, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সুবীর কুমার দাস,সলঙ্গা থানা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব গফুর রায়হান, রায়গঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ শহিদুল ইসলাম, উপজেলা অফিসার কৃষিবিদ মোঃ শহিদুল ইসলাম,কৃষি সম্প্রসারণ অফিসার মোঃ মমিনুল ইসলাম, ধানগড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মীর ওবায়দুল ইসলাম মাসুম, ব্রহ্মগাছা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ গোলাম ছরোওয়ার লিটন, পাঙ্গাসী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আব্দুস সালাম সরকার, নলকা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো আব্দুল জাব্বার সরকার। উপজেলা সেচ্ছাসেবকলীগের সভাপতি মোঃ মেহেদী হাসান ইলিয়াস,সাধারণ সম্পাদক মোঃ আল আমিন সরকার, কৃষি সম্প্রসারণ অফিসার মোঃ দেলোয়ার হোসেন, উপ সহকারী কৃষি অফিসার মোঃ জহুরুল ইসলাম, চান্দাইকোনা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মোঃ জিন্নাতুল আলম স¤্রাট, সাধারণ সম্পাদক মোঃ রেজাউল করিম মানিক, উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মোঃ জাহাঙ্গীর আলম, ছাত্রলীগনেতা মোঃ সাব্বির আহম্মেদ স্বাধীন, মোঃ রবিন সরকার প্রমুখ। বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি তিনজন কৃষকের মাঝে মোঃ নজিবুর রহমান সবুজ, মোঃ মজনু সেখ, মোঃ আব্দুল ওয়াজেদসহ ১৬জন কৃষকের মাঝে ফুট পাম্প বিতরণ করেন।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com