নাটোরের নলডাঙ্গা উপজেলার ৫০০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে উপশী জাতের আউশ ধানের বীজ ও রাসায়নিক সার বিতরন করা হয়েছে। মঙ্গলবার (১৩ এপ্রিল) দুপুরে ভার্চুয়ালের মাধ্যমে এই বিতরন কার্যক্রমের উদ্বোধন করেন নাটোর-২ (সদর ও নলডাঙ্গা) আসনের সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুল। পরে কৃষকদের মাঝে বীজ ও সার বিতরন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদ, উপজেলা নির্বাহী অফিসার মোঃ আব্দুল্লাহ আল মামুন ও উপজেলা কৃষি অফিসার ফৌজিয়া ফেরদৌস। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক মুশফিকুর রহমান মুকু,ভাইস চেয়ারম্যান মোঃ আব্দুল আলিম, জেলা পষিদ সদস্য রঈস উদ্দিন রুবেল, উপজেলা কৃষি সম্প্রসারন অফিসার মোঃ কিশোয়ার হোসেন, পৌর আওয়ামীলীগ সভাপতি মোঃ শরিফুল ইসলাম পিয়াস প্রমুখ। নলডাঙ্গা উপজেলা কৃষি অফিসার মোছাঃ ফৌজিয়া ফেরদৌস জানান, চলতি ২০২১-২২/খরিপ-১ মৌসুমে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের আউশ আবাদে উদ্বুদ্ধ করতে আঊশ প্রণোদনা কর্মসুচীর আওতায় উপজেলার ৫০০ জন কৃষককে বিনামূল্যে ধান বীজ ও রাসায়নিক সার দেওয়া হচ্ছে। এজন্য প্রত্যেককে ৫ কেজি কওে ধান বীজ, ২০ কেজি ডিএপি সার ও ১০ কেজি করে এমওপি সার দেওয়া হচ্ছে। এরমধ্যে ব্রক্ষপুর ইউনিয়নে ৫০ জন, মাধনগর ইউনিয়নে ২০০ জন, খাজুরা ইউনিয়নে ২০ জন, পিপরুল ইউনিয়নে ৮০ জন, বিপ্রবেলঘড়িয়া ইউনিয়নে ১০০ জন ও নলডাঙ্গা পৌরসভায় ৫০ জন কৃষক রয়েছেন। তিনি বলেন, এই মৌসুমে উপজেলায় ১৮০ হেক্টর জমিতে আউশ ধানের চাষাবাদ হবে। এতে প্রায় ৮২০ মেট্রিক টন ধান উৎপাদনের লক্ষমাত্রা নির্ধারন করা হয়েছে।