রংপুরের গঙ্গাচড়ায় তিস্তা-ঘাঘটসহ বিভিন্ন এলাকায় চলছে বালু উত্তোলনের মহোৎসব। অবৈধ বালু উত্তোলন বন্ধে নেই প্রশাসনের কোন নজর দারি। জানা গেছে, অবৈধভাবে ট্রলি ও মাহিন্দ্র ভর্তি করে নিয়ে যাওয়া হচ্ছে বিভিন্ন এলাকায়। তিস্তা, ঘাঘট ও বিভিন্ন এলাকা ১৫টি পয়েন্টে উত্তোলন করা হচ্ছে হাজার হাজার ঘনফুট বালু। এ পয়েন্টগুলোর বেশি ভাগ রয়েছে তিস্তা ও ঘাঘট নদীর তীরবর্তী এলাকায় তাছাড়া উপজেলার ৭টি ইউনিয়নের ভেতর দিয়ে বয়ে যাওয়া তিস্তা নদীর তীরবর্তী এলাকায় অবৈধ ড্রেজার মেশিন বসিয়ে তোলা হচ্ছে বালু। বালু উত্তোলনের ফলে হুমকিতে পড়ছে চাষাবাদ জমি ও বর্ষাকালীন সময়ে বাড়ে তিস্তা ঘাঘটের ভাঙনের তীব্রতা। করোনাকালীন লকডাউনেও পুরোদমে চলছে তাদের এ কার্যক্রম। অবৈধ প্রভাবশালী বালু ব্যবসায়ীদের অবাধে বালু উত্তোলন করলেও উপজেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এ ব্যাপারে নীরব দর্শকের ভূমিকা পালন করে যাচ্ছে। তবে মাঝে মধ্যে দু’এক জায়গায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হলেও কাজে আসছে না। এ ব্যাপারে উপজেলা প্রশাসনকে অবহিত করা হলে, তারা বিষয়টি পর্যবেক্ষণ করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবেন বলে জানান।