সমন্বিত ব্যবস্থাপনার মাধ্যমে কৃষি যান্ত্রিকীকরন প্রকল্পের আওতায় উন্নয়ন সহায়তা প্রদান কার্যক্রমের মাধ্যমে কৃষকদের মাঝে ৫০%(ভতুর্কি) মুল্যে নীলফামারীর ডিমলায় কৃষি যন্ত্রপাতি বিতরন করা হয়। সোমবার সকালে উপজেলা পরিষদ মাঠে উপজেলার ডিমলা সদর ইউনিয়নের ডিমলা গ্রামের উমর আলীর ছেলে কৃষক এরশাদ ইসলাম, পূর্বছাতনাই ইউনিয়নের আঃ মজিদের ছেলে কৃষক মাসুদ রানা ও একই এলাকার সুরুজ আলীর ছেলে কৃষক আবদুল্লাহ্ আল আমিনকে প্রতিটি ২১ লাখ টাকা মুল্যের মেটাল এগ্রিটেক কোঃ লিঃ এর কম্বাইন হারভেষ্টার (ধান মাড়াই) তিনটি মেশিন ৫০%(ভতুর্কি) মুল্যে বিতরন করা হয়। বিতরন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা তবিবুল ইসলাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জয়শ্রী রানী রায়, ভাইস চেয়ারম্যান নিরেন্দ্রনাথ রায়, ডিমলা উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আনোয়ারুল হক সরকার মিন্টু, ডিমলা উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিধ সেকেন্দার আলী প্রমুখ।