জেলা মহিলা আওয়ামী লীগের উদ্যোগে প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী মশিউর রহমান হুমায়ুনের পক্ষ থেকে করোনাকালীন অসহায় লোকদের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়েছে। গতকাল রবিবার উৎসব কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত ত্রাণ বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি সাবেক এমপি দিলারা বেগম আসমা, সাধারণ সম্পাদক বিলকিছ বেগম, জেলা পরিষদ সদস্য ফৌজিয়া জলিল ন্যান্সি, তাহমিনা ইসলাম বিউটি, ডাঃ রুবি ইসলাম, শাহীন সুলতানা ইতি, হুমায়রা বেগম প্রমুখ। এতে ১০০ জনের মধ্যে ৫ কেজি চাল, ১ কেজি আলু, ১ কেজি ডাল, ১ লিটার তেল, ১ কেজি লবণ, ১ কেজি চিনি, ১টি সেমায়ের প্যাকেট ও ১টি দুধের প্যাকেট প্রদান করা হয়।