বুধবার, ২৭ নভেম্বর ২০২৪, ১২:২৮ অপরাহ্ন
শিরোনাম ::
বনফুল আদিবাসী গ্রীনহার্ট কলেজে মনমাতানো ক্লাস পার্টি অনুষ্ঠিত ব্যবসায়ীদের সরকারের সঙ্গে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান অধ্যাপক ইউনূসের রাষ্ট্রপতির কাছে সুপ্রিম কোর্টের বার্ষিক প্রতিবেদন পেশ প্রধান বিচারপতির দেশমাতৃকার বিরুদ্ধে দেশী-বিদেশী চক্রান্ত থেমে নেই: তারেক রহমান তুর্কি রাষ্ট্রদূতের সাথে জামায়াতের সৌজন্য সাক্ষাৎ চিন্ময় সমর্থক জঙ্গীদের হামলায় আইনজীবী সাইফুল ইসলাম নিহত অভ্যন্তরীণ বিষয় হস্তক্ষেপ: চিন্ময় ইস্যুতে ভারতের উদ্যোগ শাপলা চত্বরে গণহত্যায় হাসিনাসহ ৫০ জনের বিরুদ্ধে অভিযোগ আমরা চাই না ছাত্র ভাইদের কঠোর হয়ে দমন করতে : স্বরাষ্ট্র উপদেষ্টা রাষ্ট্রদ্রোহের ঘটনায় যুক্ত থাকলে ছাড় দেয়া হবে না : আসিফ মাহমুদ

ঘোড়াঘাটে পিকআপসহ ছয়জন গরু চোর আটক দুটি গরু উদ্ধার

রাফছানজানী শুভ ঘোড়াঘাট (দিনাজপুর) :
  • আপডেট সময় বুধবার, ১৯ মে, ২০২১

দিনাজপুরের ঘোড়াঘাটে পিকআপসহ দুটি গাভীগরু ও ছয় জন চোর কে আটক করেছে ঘোড়াঘাট থানা পুলিশ। আটককৃতরা হলেন, শহিদুল ইসলামের ছেলে সাজু মিয়া(২৭), মৃত রমজান আলীর ছেলে মিজানুর রহমান(৪৪), জিয়াউর রহমানের ছেলে জুয়েল রানা(২৩), মৃত ডেবলা মিয়ার ছেলে সিরাজুল ইসলাম(৪২), হাছেন আলীর ছেলে টুকু মিয়া(৪০), ইচাহাক আলীর ছেলে আঃ করিম(৩২) মৃত হােেচন আলীর ছেলে সাহেব মিয়া(৩৮), মৃত রমজান আলীর ছেলে সাইদুল ইসলাম(৪৫), মৃত কেফায়েতুল্লার ছেলে মজনু মন্ডল(৫৫)।পুলিশ সূএে জানা যায়,এসআই হাবিব,এএসআই সারোয়ার জাহান ও সঙ্গীয় ফোর্স সহ বুধবার (১৮ মে) ভোর ৬.৪৫ ঘটিকায় ঘোড়াঘাট কারিগরি কলেজ সংলগ্ন দিনাজপুর গোবিন্দগজ্ঞ গামি মহাসড়কের উপর চেকপোস্টে ডিউটি করা কালে সন্দহবশতঃ একটি নীল রং ঢাকা মেট্রো –ড- ১২-০৩৬৪ পিকআপ ও গরু সহ ছয় জন ব্যক্তিকে দেখতে পেয়ে সন্দেহ হয় টহলরত পুলিশের। পরে পুলিশ পিআপটি আটকিয়ে পিকআপ এ থাকা ব্যক্তিদের জিঞ্জাসাবাদ করলে, তারা গরু মালিকানা নিয়ে সদত্তর না দিতে পারায় এবং আসামীদের দখলে থাকা লোহার শাবল, বোল্ড করার্টাও ও একটি সিধ কাঠি জব্দ করে পুলিশ থানায় নিয়ে আসে। (১৭মে) মঙ্গলবার রাতেই ২টি গরু চুরি হওয়ায় দিনাজপুর জেলার ফুলবাড়ি উপজেলার উত্তর লক্ষীপুর গ্রামের শ্রী যোগেন সরেন ফুলবাড়ি থানায় মামলা করেন। ঘোড়াঘাট থানা কর্তৃক উদ্ধার হওয়া গরু গুলো তার। এ ঘটনায় শ্রী যোগেন সরেন বাদী হয়ে আটককৃতদের নামে মামলা দায়ের করেছেন। ঘোড়াঘাট থানা অফিসার ইনর্চাজ (ওসি) আজিম উদ্দিন বলেন, আসামীদের বিরুদ্ধে মামলা হয়েছে। সকালে তাদের দিনাজপুর আদালতের মাধ্যমে কারাগাওে পাঠানো হয়েছে।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com