বুধবার, ২৭ নভেম্বর ২০২৪, ০৪:৩৭ অপরাহ্ন
শিরোনাম ::
বনফুল আদিবাসী গ্রীনহার্ট কলেজে মনমাতানো ক্লাস পার্টি অনুষ্ঠিত ব্যবসায়ীদের সরকারের সঙ্গে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান অধ্যাপক ইউনূসের রাষ্ট্রপতির কাছে সুপ্রিম কোর্টের বার্ষিক প্রতিবেদন পেশ প্রধান বিচারপতির দেশমাতৃকার বিরুদ্ধে দেশী-বিদেশী চক্রান্ত থেমে নেই: তারেক রহমান তুর্কি রাষ্ট্রদূতের সাথে জামায়াতের সৌজন্য সাক্ষাৎ চিন্ময় সমর্থক জঙ্গীদের হামলায় আইনজীবী সাইফুল ইসলাম নিহত অভ্যন্তরীণ বিষয় হস্তক্ষেপ: চিন্ময় ইস্যুতে ভারতের উদ্যোগ শাপলা চত্বরে গণহত্যায় হাসিনাসহ ৫০ জনের বিরুদ্ধে অভিযোগ আমরা চাই না ছাত্র ভাইদের কঠোর হয়ে দমন করতে : স্বরাষ্ট্র উপদেষ্টা রাষ্ট্রদ্রোহের ঘটনায় যুক্ত থাকলে ছাড় দেয়া হবে না : আসিফ মাহমুদ

ঘোড়াঘাটে গণেশ মূর্তিসহ প্রতারণা চক্রের দুই সদস্য আটক

রাফছানজানী শুভ ঘোড়াঘাট (দিনাজপুর) :
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২০ মে, ২০২১

দিনাজপুরের ঘোড়াঘাটে নকল সোনার মূর্তি দিয়ে প্রতারণা করার কথিত দুই জিনের বাদশা কে সোর্পদ করেছে এলাকাবাসী। (১৯ এপ্রিল) বুধবার দুই প্রতারককে আটক করে পুলিশের হাতে তুলে দেয় এলাকাবাসি। প্রতারণার স্বীকার ঘোড়াঘাট উপজেলার খোদাদাতপুর দীঘিপাড়া গ্রামের দেলোয়ারা বেগম একটি মামলা দায়ের করেন। আটককৃতরা হলেন, আঃ রহিমের ছেলে হুমায়ুন কবির(৩৮), রফিকুল ইসলামের ছেলে জসিম উদ্দিন(৩২), শামসুদ্দিনের ছেলে হেলাল উদ্দিন(৪২) পালাতক । উভয়ে ঘোড়াঘাটের কালিন জিরা-ওহিউড়া গ্রামের বাসিন্দা। এজাহার সূত্রে জানাযায়, গত আনুমানিক দুই মাস পূর্বে আসামি হুমায়ুন কবির বাদিকে তার নিজ বাড়িতে এসে তার কাছে থাকা একটি সোনালি রং এর গণেশ মূর্তি দেখায়।আসামি হুমায়ুন কবির তাকে প্রতারনামূলক ভাবে বুঝাতে সক্ষম হয় যে এই মূর্তিটির দাম (এককোটি) টাকা হবে বলে এই মুহূর্তে বাদির কাছে মূর্তিটি রেখে তাকে (তিনলক্ষ) টাকা দিতে বলে। ১ মাসের মধ্যে বিক্রি করে তার টাকা ফেরৎ দিয়ে দিবে, পরে বুঝতে না পেরে তার কথা মত সরল বিশ্বাসে কয়েক জনের সামনে গত ২৫ মার্চ সকালে বাদি তার নিজ বাড়িতে আসামি হুমায়ুন কে (তিনলক্ষ) টাকা বুঝিয়ে দেয় এবং বিশ্বাস স্থাপনে জন্য মূর্তিটি বাদির কাছে রেখে দেয়। এই ঘটনা কাউকে না জানানোর জন্য নিষেধ করে। পরবর্তীতে এক মাস হওয়ার আগেই অন্য লোক কে দেখানোর কথা বলে আসামি হুমায়ুন বাদির কাছে থেকে মূর্তিটি নিয়ে যায়। এক মাস সময়সীমা অতিক্রম হবার পর আসামির কাছে টাকা চাইলে আসামি আরও পাঁচ লক্ষ টাকা দাবি করে এবং বিভিন্ন তাল বাহানা দেখায়। তাল বাহানার এক পর্যায়ে বাদিকে জীবন শেষ করে দেওয়ার হুমকিও দেয়। ঘোড়াঘাট বলাহার দ্বিমুখী উচ্চ বিদ্যালয় মাঠে স্থানীয় জনগণের সামনে বাদির দেওয়া টাকা ফেরত চাইলে আসামিরা দিতে অপারগতা প্রকাশ করে এবং থানা পুলিশ কে খবর দিলে এএসআই সরোয়ার জাহান সঙ্গীয় ফোর্স নিয়ে আসামির লুঙ্গীর কোচে প্যাচানো পেষ্ট কালার শপিং ব্যাগের মধ্যে পেচানো অবস্থায় ৫.৫ ইঞ্চি পিতলের তৈরী ভিতরে শিষা ভর্তি ৯০০ গ্রাম ওজনের গণেশ মূর্তি সহ আসামিদ্বয় কে আটক করে থানায় নিয়ে আসে। ঘোড়াঘাট থানা অফিসার ইনচার্জ (ওসি) আজিম উদ্দিন ঘটনার সত্যতা শিকার করে জানান, মোবাইল ফোনে জিনের বাদশা পরিচয়ে এই চক্রটি র্দীঘদিন ধরে এলাকার ও এলাকার বাহিরের মানুষদের নানা প্রলোভন দেখিয়ে টাকা হাতিয়ে নিচ্ছিল। আসামীদের বিরুদ্ধে মামলা হয়েছে। সকালে তাদের দিনাজপুর আদালতের মাধ্যমে কারাগাওে পাঠানো হয়েছে।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com