গাজীপুরের শ্রীপুরে মুজিব শতবর্ষ উপলক্ষে ভূমিহীন ও গৃহহীনদের জন্য প্রধানমন্ত্রীর উপহার দেওয়া ঘরে বিদ্যুৎ সংযোগ ও সুপেয় পানির ব্যবস্থা করেছে উপজেলা প্রশাসন। গত রোববার দিনব্যাপী উপজেলার তেলিহাটি ইউনিয়নের উদয়খালী গ্রামে দশটি ঘরে বিদ্যুৎ ও পানির ব্যবস্থা করার উদ্যোগ নেয় উপজেলা নির্বাহী কর্মকর্তা তাসলিমা মোস্তারী। উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, প্রধানমন্ত্রীর উপহার হিসেবে প্রথম পর্যায়ে উপজেলার ২০টি পরিবারের মধ্যে গত ২৩ জানুয়ারি ঘরগুলো হস্তান্তর করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা তাসলিমা মোস্তারী জানান, উপহারের দশটি ঘরে বিদ্যুৎ সংযোগ ও পানির ব্যবস্থা না থাকায় প্রচ- গরমে চরম ভোগান্তির মধ্যে ছিল আশ্রয়ন প্রকল্পর পরিবারগুলো। সংবাদটি শুনে তাৎক্ষণিক সমস্যা সমাধানের উদ্যোগ নেওয়া হয়। এতে লোকজনের বসবাসের জন্য অনেকটা প্রতিবন্ধকতা দূর হলো। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এইসব পরিবারগুলোর সকল সুবিধা নিশ্চিত করতে সদা সচেষ্ট। এসময় উপস্থিত ছিলেন, ইউএনও তাসলিমা মোস্তারী, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আবদুল্লাহ আল মামুন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা একেএম মোহিতুল ইসলাম, ময়মনসিংহ পল্লী বিদ্যুৎ সমিতি-২ মাওনা জোনাল অফিসের ডিজিএম কামাল পাশা প্রমুখ।