কুমিল্লায় একটি ট্রাকে করে অভিনব কায়দায় পাচারকালে ১০ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ ২ মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের জেলার আদর্শ সদর উপজেলার আলেখারচর এলাকায় জেলা ডিবি পুলিশের একটি টিম এ অভিযান পরিচালনা করে। জেলা ডিবি’র ওসি মো. আন্ওয়ারুল আজিম জানান, ইয়াবার একটি বড় চালান যাচ্ছে- এমন তথ্যের ভিত্তিতে মঙ্গলবার ভোরে জেলার আদর্শ সদর উপজেলার আলেখারচর এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এসময় ঢাকাগামী একটি কার্গো ট্রাককে সিগনাল দিয়ে থামিয়ে এতে তল্লাশী করে ট্রাকের কেবিন থেকে একটি পলিথিন ব্যাগে কালো স্কচটেপ দিয়ে মোড়ানো ৫টি বান্ডিল হতে মোট ১০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করাসহ দুইজনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হচ্ছে- ওই ট্রাকের চালক ভোলার লালমোহন থানার লালমোহন গ্রামের মোতালেব মিয়ার ছেলে জুয়েল মিয়া(২৮) ও হেলপার পাবনার বেড়া থানার জয়নগর গ্রামের মৃত জিন্দার শেখের ছেলে সাইফুল ইসলাম ওরফে জব্বার(৩০)। এ ব্যাপারে কোতয়ালী মডেল থানায় মামলা দায়ের করার পর গ্রেফতারকৃতদের জেলহাজতে প্রেরণ করা হয়েছে।