ঢাকার ধামরাই উপজেলা ছাত্রলীগের যুগ্ন- আহবায়ক মো: রবিউল আওয়াল রুবেলের হাতে উপজেলা ছাত্রলীগের সভাপতি প্রার্থী জামিল হোসেনকে অমানুষিক নির্যাতন করার অপরাধে রুবেলের বিরুদ্ধে উপজেলা ছাত্রলীগের নেতাকর্মীরা মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেন। মঙ্গলবার (২৫ মে) সকালে ধামরাই থানা বাসষ্ট্যান্ডের সামনে ঢাকা আরিচা মহাসড়কে এ মানববন্ধন করা হয়। উপজেলা বঙ্গবন্ধু প্রজন্মলীগের সভাপতি ও ঢাকা উত্তর ছাত্রলীগ নেতা মেহেদী হাসানের সভাপতিত্বে ও উপজেলা ছাত্রলীগ নেতা কাজী আব্দুল্লাহ এর সঞ্চালনায় এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে ছাত্রলীগ নেতারা বলেন,উপজেলা ছাত্রলীগ নেতা জামিল হোসেনকে গত রবিবার সন্ধ্যায় বাথুলী স্কেলের পশ্চিম পাশে ছিনতাইকারী বাহিনীর প্রধান ছাত্রলীগের ১ নং যুগ্ম-আহবায়ক রবিউল আওয়াল রুবেল ও তার বাহিনীর দ্বারা ছিনতাই ও হামলার শিকার হয়েছেন আরেক ছাত্রলীগ নেতা জামিল হোসেন। যার উদ্দেশ্য ছিল জামিলের প্রাণনাশের। তাই ছিনতাইকারী বাহিনীর প্রধান উপজেলা ছাত্রলীগ নেতা রবিউল ও তার বাহিনীর দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান ছাত্রলীগ নেতারা।মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল বের করেন।বিক্ষোভ মিছিলটি ঢাকা আরিচা মহাসড়কে হয়ে ধামরাই থানা প্রাঙ্গনে গিয়ে শেষ হয়। নেতারা আরো বলেন, রবিউল আওয়াল এক সময় বিএনপির ছাত্রদলের রাজনীতির সাথে জড়িত ছিল। মানববন্ধন আরো উপস্থিত ছিলেন ধামরাই সরকারি বিশ্ববিদ্যালয় কলেজ শাখা ছাত্রলীগ নেতা ফারদুন খান সৌমিক, উপজেলা ছাত্রলীগ নেতা রাসেল হোসেন রাজা,ধামরাই সরকারি বিশ্ববিদ্যালয় কলেজ শাখা ছাত্রলীগ নেতা সুপ্ত,উপজেলা ছাত্রলীগ নেতা সুমন আহমেদ রাব্বীসহ কয়েকশত ছাত্রলীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এ বিষয়ে ঢাকা জেলা উত্তর ছাত্রলীগের সভাপতি সাইদুর রহমান রিমন বলেন, মারধরের ঘটনা সম্পর্কে আমি জেনেছি। তবে ঘটনাটি সত্য প্রমানিত হলে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। প্রসঙ্গত, গত রবিবার সন্ধ্যায় রবিউল আওয়াল রুবেলের সাথে সৌজন্য সাক্ষাৎ করার জন্য গেলে রবিউল ও তার বাহিনী নিয়ে উপজেলা ছাত্রলীগের সভাপতি প্রার্থী জামিলের উপর অমানবিক নির্যাতন চালায়।