জামালপুর জেলার মেলান্দহ উপজেলার মাহমুদপুর ইউনিয়নের ২০২১-২০২২ অর্থ বছরের উন্মুক্ত বাজেট সভা অনুষ্ঠিত হয়েছে। গত ৩০মে বিকালে মাহমুদপুর ইউনিয়ন পরিষদ চত্বরে অনুষ্ঠিত সভায় সভাপতিত্বে করেন মাহমুদপুর ইউনিয়নের কয়েকবারে চেয়ারম্যান ও মেলান্দহ উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ আলী জিন্নাহ। অনুষ্ঠান পরিচালনা করেন ও বাজেট পেশ করেন মাহমুদপুর ইউনিয়নের সচিব মোঃ নুরল ইসলাম। এবারের বাজেট রাজস্ব ৫৭ লক্ষ ৪৮ হাজার আটশত উননব্বই টাকা,উন্নয়ন ৩কোটি আষট্রি লক্ষ ৪১ হাজার দুইশত তেষট্টি টাকা সহ মোট আয় ৪কোটি ২৫ লক্ষ নব্বইহাজার একশত বায়ন্ন টাকা। মোট ব্যয় হয়েছে ৪কোটি ২১ লক্ষ ১১ হাজার ২৫ টাকা, রাজস্ব স্থিতি আছে ৪ লক্ষ ৭৯হাজার ১শত ২৭ টাকা।