প্রলংকারী ঘূর্নিঝড় ইয়াস এর তান্ডবে ক্ষতিগ্রস্ত ভোলা জেলার চরফ্যাশন উপজেলার উপকূলীয় এলাকাগুলো চরম ক্ষতির সম্মুখীন হয়। দেশের উপকূলীয় অঞ্চলের পানিবন্দি গৃহহীন মানুষের মাঝে পরিবর্তন ফাউন্ডেশন ও সাথী ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে ত্রাণসামগ্রী বিতরণ করা হয়েছে।
গতকাল রোববার ৩০ শে মে ছিল ত্রাণসামগ্রী বিতরণের প্রথম দিন। উপকূলীয় অঞ্চলের মানুষের এমন দুর্দিনে সহায় সম্বলহীন প্রায় ১০০০ পরিবারের মধ্যে খাবার স্যালাইন, পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট, নারীদের রিইউজেবল প্যাডসহ খাদ্য সহায়তা প্রদান করা হয়। এছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র তানভীর হাসান সৈকতের নেতৃত্বে এক ঝাঁক তরুনদের সাথে নিয়ে স্বেচ্ছাশ্রমের মাধ্যমে ঝড়ে ভেঙ্গে যাওয়া ঘরগুলো পুননির্মাণ করেন। পরিবর্তন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সুপ্রিমকোর্টের আইনজীবী ব্যারিষ্টার আহসান ভূইয়া এবং স্বেচ্চাসেবী সংগঠন সাথী ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ব্যারিষ্টার মিফরাহ জহির এর নির্দেশনায় ত্রাণ সামগ্রী বিতরন করা হয়।
এাণসামগ্রী এবং ত্রাণবিতরনকারী ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্বেচ্ছাসেবকদের ফেয়ারি শিপিং লাইন্স লিমিটেড এর তাসরিফ-৪ লঞ্চ এর সৌজন্য ভোলার বিভিন্ন ঘূর্ণিঝড় আক্রান্ত স্থানে বিনামূল্যে পৌছে দেওয়া হয়। তাসরিফ লঞ্চ কর্তৃপক্ষ থেকে জানানো হয় দ্বীপজেলা ভোলার অসহায় মানুষের পাশে বিভিন্ন দুর্যোগে ত্রাণ বিতরণ সহয়তাসহ সার্বিক সহযোগিতা অব্যাহত থাকবে।