গজারিয়ায় শিল্প কারখানার কালো ধোঁয়ায় বায়ু দূষণ বন্ধে মানববন্ধন করেছে স্থানীয় এলাকা বাসী ও ছাত্রলীগের নেতাকর্মীরা। স্থানীয়দের অভিযোগ গজারিয়া উপজেলার বাউশিয়া ইউনিয়নের ম্যাগনিয়াম ষ্টীল মিলে কালো ধোঁয়ায় প্রতিনিয়ত দূষিত হচ্ছে আশেপাশে বিস্তীর্ণ এলাকা। অবিলম্বে ম্যাগনিয়াম ষ্টীল মিলসের কালো ধোঁয়া বন্ধ না হলে কঠোর কর্মসূচীর ঘোষণা দেয়া হবে বলে জানান উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আহমেদ রুবেল। রবিবার দুপুরে ম্যাগনিয়াম স্টীল মিলসের সামনে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বাউশিয়া ইউনিয়ন ছাত্রলীগের ব্যানারে উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আহমেদ রুবেল ও বাউশিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোস্তফা সরয়ার বিপ্লব এর নেতৃত্বে মানববন্ধন অনুষ্ঠিত হয়। উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আহমেদ রুবেল তার বক্তব্য বলেন, ম্যাগনিয়াম স্টিলের মিলের কালো ধোঁয়ার কারণে দীর্ঘদিন ধরে পরিবেশ দূষিত হচ্ছে। একাধিকবার পরিবেশ অধিদপ্তর প্রতিষ্ঠান জরিমানা করল প্রশাসনকে ম্যানেজ করে তাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছে ম্যাগনিয়াম স্টিল মিল। সন্ধ্যার পর কাল ধোয়ার মহাসড়ক এমন অবস্থার সৃষ্টি হয় যেন শীতের কুয়াশা।মানব স্বাস্থ্যের জন্য ক্ষতিকর এই কালো ধোঁয়ার কারণে যে কোন সময় মহাসড়কে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। ম্যাগনিয়াম স্টিলমিল যদি পরিবেশ দূষণ বন্ধ না করে দরকার হলে তাদের বিরুদ্ধে ছাত্রলীগ নেতাকর্মী আন্দোলনের ডাক দিবে বলে হুঁশিয়ার করে দেন তিনি। বাউশিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোস্তফা সরয়ার বিপ্লব বক্তব্যে বলেন, কলকারখানার কালো ধোঁয়ায় বাড়ছে বায়ুদূষণ। কালো ধোঁয়ার সঙ্গে বস্তুকণা, সালফার ডাই অক্সাইড ও নাইট্রোজেন ডাই অক্সাইড, সিসাসহ অন্যান্য ক্ষতিকর উপাদান বাতাসে ছড়িয়ে পড়ছে। এভাবে বাতাস দ্রুত দূষিত হচ্ছে। উপজেলা নির্বাহী অফিসার জিয়াউল ইসলাম চৌধুরী বলেন, সরেজমিনে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে। ম্যাগনিয়াম ষ্টীলের জেনারেল ম্যানেজার দেব বাবু উপস্থিত থেকেও সাংবাদিকদের সাথে কথা বলতে অনিচ্ছা পোষণ করেন। ফ্যাক্টরির নিরাপত্তা কর্মকর্তা মোয়াজ্জেম হোসেন জানান, কারখানার মালিক না থাকায় কথা বলার সুযোগ নেই। এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মেডিকেল অফিসার ডাঃ নূরে আলম সিদ্দিকী বলেন, কার্বন মিশ্রিত ধোঁয়া স্বাস্থ্যঝুঁকি বাড়িয়ে দেয়। বিশেষ করে অ্যাজমা, ফুসফুসের রোগ সহায়ক, ক্যান্সার রোগসহ পরিবেশে বিরূপ প্রভাব ফেলে। নাইট্রোজেন ডাই-অক্সাইড ও সিসার কারণে শ্বাসযন্ত্রের প্রদাহ, নিউমোনিয়া, ব্রঙ্কাইটিস ও শিশুদের বুদ্ধিবৃত্তি ব্যাহত হয়। পশু-পাখি, গাছপালা, ফল-ফলাদি, সবজি নষ্ট করে। ধোঁয়া নিঃসরণ শিল্প-কারখানার ফলে তাপমাত্রা বৃদ্ধি পায়। আবাসিক এলাকায় এই জাতীয় শিল্প কারখানা থাকা উচিত নয়।