জামালপুরে প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪০তম শাহাদৎ বার্ষিকী উপলক্ষে দুঃস্থদের মাঝে খাদ্য বিতরণ করেছে জেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। খাদ্য বিতরণের উদ্বোধন করেন বিএনপির ময়মনসিংহ বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট শাহ্ মো. ওয়ারেছ আলী মামুন। রবিবার (৩০ মে) দিনব্যাপী পৌরসভার শহিদ জিয়াউর রহমান ডিগ্রি কলেজ মাঠ, চামড়া গোদাম, বগাবাইদ, কাজির আঁখ, শহরের দয়াময়ী চত্ত্বর, হাইস্কুল মোড়, গোলাপ বাগ, বাইপাস মোড়সহ ৫০টি স্পটে এই খাদ্য বিতরণ করা হয়। খাদ্য বিতরণের আগে বিএনপির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান জিয়াউর রহমানের আত্মার মাগফেরাত কামনাসহ খালেদা জিয়ার সুস্থতা কামনায় বিশেষ মোনাজাতের আয়োজন করা হয়। এ সময় জেলা বিএনপির সহ-সভাপতি সফিউর রহমান সফি, যুগ্মসাধারণ সম্পাদক শহিদুল হক খান দুলাল, সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম খান সজিব, জেলা শ্রমিকদলের সভাপতি মো. আব্দুস সোবহান, জেলা যুবদলের সাধারণ সম্পাদক মিজানুর রহমান, বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ অংশ নেয়।