করোনাভাইরাসের কারণে আটকেপড়া ২২৪ জন ব্রিটিশ নাগরিক ষষ্ঠ দাফায় বাংলাদেশ ছেড়েছেন। বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ সোহেল কামরুজ্জামান।
শুক্রবার বিকালে ব্রিটিশ এয়ারওয়েজের একটি বিশেষ ফ্লাইটে ঢাকা ত্যাগ করেন তারা। এদের মধ্যে বাংলাদেশি বংশদ্ভূত ব্রিটিশ নাগরিক রয়েছেন।
উল্লেখ্য বাংলাদেশে আটকেপড়া এ পর্যন্ত সর্বমোট ৮০৬ জন ব্রিটিশ নাগরিক ব্রিটিশ এয়ারওয়েজের বিশেষ ফ্লাইটে দেশে ফিরে গেছেন।
এমআর