জামালপুর জেলার মেলান্দহ উপজেলার প্রথম শহীদ বীর মুক্তিযোদ্ধা শহীদ সমরের কবরের ভিত্তিপ্রস্তর স্থাপনের উদ্বোধন করেন মেলান্দহ উপজেলা মুক্তিযুদ্ধা সংসদের পক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শফিকুল ইসলাম ও মেলান্দহ উপজেলা মুক্তিযুদ্ধাবৃন্দ। বীর মুক্তিযোদ্ধা শহীদ সমরের নিজ বাড়িতে তার কবরের ভিত্তিপ্রস্তর স্থাপনের শুভ উদ্বোধন করা হয়। এই প্রথম মেলান্দহে সরকারি ভাবে মুক্তিযুদ্ধাদের কবরের পাকা করণের জন্য ও মুক্তিযুদ্ধাদের স্মৃতি ধরে রাখতে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার ৩ লাখ টাকার অনুদানের মাধ্যমে শহীদ মুক্তিযুদ্ধা সমরের কবরের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হলো। ভিত্তিপ্রস্তুর স্থাপনের পূর্বে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। উক্ত আলোচনা ও দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন মেলান্দহের প্রথম স্বাধীনতা পতাকা উত্তোলনকারী বীর মুক্তিযোদ্ধা সাবেক কমান্ডার আব্দুল করিম। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত বক্তব্য রাখেন মেলান্দহ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শফিকুল ইসলাম। নাংলা ইউনিয়নের কয়েকবারের সফল চেয়ারম্যান মেলান্দহ উপজেলা শ্রমিক লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব কিসমত পাশার পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জামালপুর জেলা মুক্তিযুদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা সরকার আব্দুস সালাম বকুল,উপজেলা শ্রমিক লীগের সাধারন সম্পাদক রঞ্জু মোল্ল্যা, মেলান্দহ উপজেলা মুক্তিযুদ্ধা সংসদ সন্তান কমান্ডের আহ্বায়ক এস,এম,মোশাররফ হোসেন প্রিন্স, মুক্তিযুদ্ধা সন্তান আব্দুর রহিম মিয়া, মরহুম শহীদ সমরের ছোট ভাই মোঃ মজা মোল্লা ও শামীম মোল্লা সহ এলাকার সুধী,সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। এখানে উল্লেখ্য যে ১৯৭১ সালে মুক্তিযুদ্ধা চলাকালীন সময়ে মেলান্দহ উপজেলার বর্তমান পৌরসভার আদিপৈত গ্রামের বাসিন্দা শহীদ মুক্তিযুদ্ধা সমর উদ্দিন মাহমুদপুর ইউনিয়নের পয়লা ব্রিজ এলাকায় মুক্তিযুদ্ধাদের সাথে পাক বাহিনীর সন্মুখিন যুদ্ধে মুখোমুখি হন। এ সময় মুক্তিযুদ্ধা শহীদ সমর উদ্দিন পাকবাহিনীর হাতে ধরা।