বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪, ০২:৪০ অপরাহ্ন

করোনাকালেও অর্থনৈতিক প্রবৃদ্ধি অব্যাহত: ড. হাছান মাহমুদ

নিজস্ব প্রতিবেদক :
  • আপডেট সময় শনিবার, ১৯ জুন, ২০২১

তথ্যমন্ত্রী ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে। মহামারি করোনাভাইরাসের মধ্যেও মানুষের মাথাপিছু আয় বেড়েছে। অর্থনৈতিক প্রবৃদ্ধি অব্যাহত রয়েছে।’ তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক গতকাল শনিবার (১৯ জুন) দুপুর সাড়ে ১২টার দিকে চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক লীগের সম্মেলনে অনলাইনে যুক্ত হয়ে এসব কথা বলেন।
অনলাইন ও সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তি ঠেকাতে স্বেচ্ছাসেবক লীগের নেতা-কর্মীদের সতর্ক থাকার আহ্বান জানান ড. হাছান মাহমুদ। তিনি বলেন, ‘দেশের এক শ্রেণির মানুষ অনলাইন ও সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন ধরনের বিভ্রান্তি ছড়াচ্ছে। স্বেচ্ছাসেবক লীগের নেতা-কর্মীদের এ বিষয়ে সতর্ক থাকতে হবে। এছাড়া দলের অনুপ্রবেশ ঠেকাতেও সতর্ক থাকতে হবে।’
হাছান মাহমুদ আরও বলেন, ‘স্বেচ্ছাসেবক লীগ দেশের সাধারণ মানুষের পাশে দাঁড়িয়ে ইতোমধ্যে আলোড়ন সৃষ্টি করেছেন। তারা স্বেচ্ছাশ্রমে মানুষে পাশে দাঁড়াচ্ছেন। করোনার সময় মানুষকে সেবা করেছেন। বিভিন্ন স্থানে বিনামূল্যে ধান কেটে দিয়েছেন।’ এ সময় তথ্যমন্ত্রী চট্টগ্রাম নগর স্বেচ্ছাসেবক লীগের ত্রি-বার্ষিক সম্মেলনের সফলতা কামনা করেন। এর আগে বেলা বেলা ১১টার দিকে নগরের লালখান বাজার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে এ সম্মেলন শুরু হয়। জাতীয় সংগীত পরিবেশন ও দলীয় পতাকা উত্তোলনের মধ্যদিয়ে অনলাইনে রাজধানী থেকে যুক্ত হয়ে সম্মেলনের উদ্বোধন করেন স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় সভাপতি নির্মল রঞ্জন গুহ।
সম্মেলনে সভাপতিত্ব করছেন নগর স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক অ্যাডভোকেট এইচ এম জিয়াউদ্দিন। এতে প্রধান অতিথি হিসেবে অনলাইনে যুক্ত হবেন বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের (এমপি)।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com