পিরোজপুরে করোনা সংক্রমন প্রতিরোধে সকাল থেকে লকডাউন শুরুহলেও মানছেনা কেউ লকডাউন ও সামাজিক দূরত্ব।আজ শনিবার সকাল থেকে নাম মাত্র হল কডাউন চললে ও শহরের প্রায় সকল দোকান খোলা রয়েছে চলছে সকল প্রকার যানবাহন। জেলা হাসপাতালে করোনা ওয়ার্ডে ২১ জন রোগীভর্তি রয়েছে। গত ২৪ ঘন্টায় শতাধিক স্যাম্পল পরিক্ষাকরে ৪০ টি স্যাম্পল পজেটিভ পাওয়া গেছে। জেলায় করোনা সংক্রমনের হার শত করা ৩৭ শতাংশ। জেলা স্বাস্থ্য বিভাগের মতে, এ পর্যন্ত জেলাতে আমরা ৯ হাজার ৩ শত ৬৮টি স্যাম্পল পরিক্ষা করে ২ হাজার২ টিপজেটিভ পাওয়া গেছে। এদের মধ্যে ১ হাজার ৬ শত ৩৮জন সুস্থ্য হয়েছে এবং ৩৩ জন করোনা আক্রান্ত হয়ে মারা গেছে। জেলাতে ৩শত ৩১জন রোগী করোনা আক্রান্ত রয়েছে। জেলায় করোনা সংক্রমনের হার শতকরা ৩৭ শতাংশ। সিভিল সার্জন ডা: মো: হাসনাত ইউসুফ জাকী জানান, কয়েক দিন ধরে করোনা রোগীর চাপ বেশি রয়েছে। প্রতি দিনই প্রায় রোগীর সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। গতকাল ১০২টি স্যাম্পল পরিক্ষাকরে ৪০টি স্যাম্পল পজেটিভ পাওয়া গেছে। বর্তমানে জেলাতে সংক্রমনের হার শতকরা ৩৭ শতাংশ। জেলা প্রশাসক ও করোনা প্রতিরোধ কমিটির সভাপতি আব ুআলী মো: সাজ্জাদ হোসেন জানান, জেলায় করোনা পরিস্থিতি অবনতি শীল। জেলার চারটি উপজেলায় পিরোজপুর পৌরসাভা, মঠবাড়িয়া, ভান্ডারিয়া এবং নেছারাবাদে লকডাউন চলছে। লকডাউন সফল করার জন্য নির্বাহী ম্যাজিস্ট্রেট গন মাঠে থেকে মোবাইল কোর্ট পরিচালনা করে যাচ্ছে। এখনো যারা নিয়ম মেনে লকডাউন মানছেনা তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে।