গাজীপুরের কালিয়াকৈরে সমতলে বসবাসরত ক্ষুদ্র নৃ-গোষ্ঠিভুক্ত শিক্ষার্থীদের মাঝে শিক্ষা বৃত্তি ও বাইসাইকেল প্রদান করা হয়েছে। বুধবার দুপুরে উপজেলা হলরুমে এ বিতরণ অনুষ্ঠিত হয়। কালিয়াকৈর উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী হাফিজুল আমিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন- গাজীপুর জেলা প্রশাসক এস এম তরিকুল ইসলাম। এসময় আরো বক্তব্য রাখেন, কালিয়াকৈর উপজেলা পরিষদের চেয়ারম্যান কামাল উদ্দিন সিকদার, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সেলিম আজাদ, মহিলা ভাইস চেয়ারম্যান জায়েদা নাসরিন, কালিয়াকৈর উপজেলা মুক্তিযুদ্ধের সাবেক কমান্ডার সাহাব উদ্দিনসহ বিভিন্ন ইউপি চেয়ারম্যান ও উপজেলার কর্মকর্তা কর্মচারীরা। পরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠি শিক্ষার্থীদের ৪০টি বাইসাইকেল ও ১০০জনকে শিক্ষা বৃত্তি প্রদান করা হয়। এ অনুষ্ঠান শেষ করে “ক্ষুধা ও দারিদ্রমুক্ত সমাজ বিনির্মাণে, সেবা ও সুযোগ প্রান্তজনে” এই স্লোগানকে সামনে রেখে কালিয়াকৈর উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে “ভিক্ষুক পুনর্বাসন বিকল্প কর্মসংস্থান কর্মসূচির” আওতায় ভিক্ষুক পুনর্বাসন উপকরণ হিসেবে ১২ জন ভিক্ষুকদের মাঝে ৫টি ছাগল, ২টি অটোরিকসা, ১টি সেলাই মেশিন ও নগদ অর্থ প্রদান করা হয়। এ কর্মসূচি শেষে আমার বাড়ি আমার খামার প্রকল্পের সম্প্রসারিত কাজ ও কালিয়াকৈর উপজেলা অফিসার ক্লাবের ভবন নির্মাণের ভিত্তি প্রস্তর স্থাপন করেন।