বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪, ০৮:৩৩ পূর্বাহ্ন

সরকার ঘোষিত চলমান লকডাউন ও হাসপাতাল পরিদর্শন করেন গজারিয়ায় উপজেলা চেয়ারম্যান আমিরুল ইসলাম

গজারিয়া প্রতিনিধি :
  • আপডেট সময় শনিবার, ৩ জুলাই, ২০২১

লকডাউনকে কঠোর করে তুলতে গতকাল সকাল থেকেই গজারিয়া উপজেলা হাসপাতালে ও মহাসড়কে ব্যাপক তৎপরতা শুরু করেছে মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান ও গজারিয়া উপজেলা আওয়ামীলীগের বিপ্লবী সাধারণ সম্পাদক জনাব আমিরুল ইসলাম। এসময় কোভিড ১৯ এর বিস্তার রোধে প্রয়োজনীয় পরিকল্পনার অংশ হিসাবে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরিদর্শন করেন। ভবেরচর সরকারি হাসপাতালের চিকিৎসকদের সাথে নিয়ে ঘুরে ঘুরে রোগীদের খোঁজখবরসহ হাসপাতালের বিভিন্ন স্থানের কাজের অগ্রগতির দেখাশোনা করেন, সেই সাথে হাসপাতালের উত্তর উত্তর সাফল্যের জন্য দিক নিদের্শনা মূলক আলোচনা করেন। এরপর ঢাকা চট্টগ্রাম মহাসড়ক পরিদর্শন করে লকডাউনে স্বাস্থবিধি মেনে চলাচলের জন্য অনুরোধ জানান। এবং সরকার ঘোষিত কঠোর লকডাউন বাস্তবায়নের জন্য সরকারি নীতিমালা প্রয়োগের ক্ষেত্রে আইন শৃঙ্খলা বাহিনীকে সর্বাত্মক চেষ্টা করার জন্য বলা হয়। সেই সময় তিনি আরো বলেন, নিজে বাঁচুন আপনার পরিবারকে বাঁচান, নিজে সচেতন হউন আপনার পরিবারকে সচেতন করুন। আমরা সবাই সচেতন হতে পারলেই, তবে নিজ পরিবার এবং দেশটাকে এই ভয়ংকর মহামারী হাত থেকে কিছুটা হলেও রক্ষা করতে পারবো ইনশাআল্লাহ। জণগণই আমাদের শক্তি, তাই তাদের স্বাস্থ্যসেবা নিশ্চিত করাই আমার লক্ষ। সকলকে সঙ্গে নিয়ে জণগণের সেবা করতে চাই এসময় উপস্থিত ছিলেন গজারিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা জিয়াউল ইসলাম চৌধুরী, গজারিয়া থানা পুলিশ তদন্ত কর্মকর্তা মোঃ তানভির হাসান, বাউশিয়া ইউনিয়ন আওয়ামীলীগর সাধারণ সম্পাদক মোঃ মোস্তফা সারোয়ার বিপ্লবসহ গণমাধ্যম কর্মীবৃন্দ।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com