বরিশালে মানবাধিকার কমিশন এর সহযোগিতায় জেলা প্রশাসনের আয়োজনে করোনা ভাইরাসে কর্মহীন ২ হাজার পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ। দেশে সপ্তাহব্যাপী লকডাউন চলছে তারি ধারাবাহিকতায় আজ ৫ জুলাই সোমবার দুপুর ১২ টায় জেলা প্রশাসন বরিশালের আয়োজনে উন্নয়ন সংস্থা আভাস এর সহযোগিতায় বাংলাদেশ মানবাধিকার কমিশন এর পক্ষ থেকে অফিসার্স ক্লাব টেনিস গ্রান্ডে বরিশালে করোনায় ক্ষতিগ্রস্থ কর্মহীন ৩৬২ জন দরিদ্র অসহায় পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেন বিভাগীয় কমিশনার বরিশাল মোঃ সাইফুল হাসান বাদল ও জেলা প্রশাসক বরিশাল জসীম উদ্দীন হায়দার। পর্যায় ক্রমে আরো ১৬৩৮ টি পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হবে। এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) প্রশান্ত কুমার দাস, সহকারী কমিশনার সুব্রত বিশ্বাস দাস, জেলা ত্রাণ ও পূর্নবাসন কর্মকর্তা বরিশাল প্রশান্ত কুমার রায়, প্রবেশন অফিসার জেলা প্রশাসকের কার্যালয় বরিশাল সাজ্জাদ পারভেজ, আভাসের নির্বাহী পরিচালক রহিমা সুলতানা কাজল, সেইন্ট বাংলাদেশের নির্বাহী পরিচালক কাজী জাহাঙ্গীর কবিরসহ আরও অনেকে উপস্থিত ছিলেন। শুরুতে সংক্ষিপ্ত এক আলোচনা শেষে প্রধান অতিথিসহ অন্যান্যরা ৩৬২ টি পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী হিসেবে প্রতি পরিবারের জন্য ১২ কেজি চাল, ৬ কেজি আটা, ৩ কেজি ডাল, ১ কেজি চিনি, ১ কেজি লবন, ২ লিটার সয়াবিন তৈল, ১ কেজি চিড়া, সাবান ৬ পিচ, সুজি ৫০০ গ্রাম বিতরণ করেন। এসময় বিভাগীয় কমিশনার বলেন, সবার আগে নেজেকে রক্ষা করতে সকলেই মাক্স ব্যবহার করবেন। মনে রাখবেন আপনি সুস্থ থাকলে আপনার ঘড়ও সুস্থ থাকবে। একই সময়ে আপনি দেশেল প্রচলিত আইন মেনে চলবেন। আপনার সচেতনতায় করোনার হাত থেকে রক্ষা করবে। তাই সকলে নিয়মিত মাক্স ব্যবহার করার জন্য জোড় অনুরোধ করেন তিনি।