আব্দুল্লাহ আল মাহমুদ জামানকে কারিগরি শিক্ষাবোর্ডের নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেয়া হয়েছে। ৩ জুলাই শিক্ষামন্ত্রণালয় কারিগরি ও মাদ্রাসা বিভাগ এ আদেশ জারি করে। গত সোমবার সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে। আদেশে বলা হয়, ৫ জুলাই সোমবার থেকে আব্দুল্লাহ আল মাহমুদ জামান (সচিব) কারিগরি শিক্ষাবোর্ডের চেয়ারম্যান হিসেবে রুটিন দায়িত্ব পালন করবেন।
এদিকে কারিগরি শিক্ষাবোর্ডের চেয়ারম্যান ড. মোরাদ হোসেন মোল্লাকে বদলি করা হয়েছে। শিক্ষামন্ত্রণালয় কারিগরি ও মাদ্রাসা বিভাগ একই দিন এ বিষয়ে পৃথক আদেশ দিয়েছে। আদেশে বলা হয়, তিনি ঢাকা মহিলা পলিটেকনিক ইন্সটিটিউটের অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করবেন।