করোনা ভয়াবহ রূপ নেওয়ার প্রেক্ষাপটে যশোরে টিকা নিতে মানুষের আগ্রহ বেড়েছে বিপুলভাবে। এ কারণে টিকাদান কেন্দ্রে মানুষের প্রচ- ভিড় হচ্ছে। ফলে, টিকাদান কেন্দ্রে স্বাস্থ্যবিধি মানার কোনো সুযোগ থাকছে না। সোমবার সকালে যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের করোনা টিকাদান কেন্দ্রে আগ্রহীদের উপচেপড়া ভিড় লক্ষ্য করা যায়। দিনের প্রথম ভাগেই মজুত টিকা ফুরিয়ে যায় এই কেন্দ্রে। পরে বেলা ১২টার দিকে সদর উপজেলা থেকে নতুন করে টিকা এনে চাহিদা পূরণ করে হাসপাতাল কর্তৃপক্ষ। বেলা একটা পর্যন্ত কেন্দ্রটিতে কয়েকশ’ মানুষ লাইনে দাঁড়িয়ে ছিলেন। যশোরে করোনার টিকাদান কার্যক্রম চালানো হচ্ছিল জেনারেল হাসপাতালের পশ্চিম গেটের পাশের একটি স্থাপনায়। কিন্তু বিপুল সংখ্যক মানুষ টিকা নিতে আসায় স্থান পরিবর্তন করে এখন তুলনামূলক বেশি জায়গা ব্যবহার করা হচ্ছে। টিকাদানের বর্তমান কেন্দ্র নার্সিং ট্রেনিং সেন্টার (এনটিসি)। সেখানেও মানুষের ব্যাপক ভিড় হচ্ছে। ফলে, স্বাস্থ্যবিধি মানার কোনো সুযোগ থাকছে না। দুপুর দুইটা পর্যন্ত টিকা দেওয়ার নির্ধারিত সময় থাকলেও ওই সময় পর্যন্ত সম্ভব না বলে জানান কর্তব্যরত সেবিকারা। ভিড় সামলাতে দায়িত্বরত স্বেচ্ছাসেবীদের হিমশিম খেতে দেখা যায় সেখানে। যশোরে করোনা মহামারি আকারে ছড়িয়ে পড়ায় মানুষের মধ্যে টিকা গ্রহণে আগ্রহ বেড়েছে। নতুন করে টিকাদানের প্রথম দিনেই এ কারণে ব্যাপক ভিড় হয়। পারতপক্ষে নির্ধারিত দিনে কেউই টিকা নিতে মিস করেনি।