শুক্রবার, ১৭ মে ২০২৪, ০৫:২৭ অপরাহ্ন
শিরোনাম ::
বিশ্বমানের টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি সেবা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সকলকে এগিয়ে আসতে হবে : রাষ্ট্রপতি রাসূল (সা.)-এর সীরাত থেকে শিক্ষা নিয়ে দৃঢ় শপথবদ্ধ হয়ে সামনের দিকে এগিয়ে যেতে হবে—ড. রেজাউল করিম চৌদ্দগ্রামে বাস খাদে পড়ে নিহত ৫, আহত ১৫ চাহিদার চেয়ে ২৩ লাখ কোরবানির পশু বেশি আছে : মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী রাজনীতিবিদেরা অর্থনীতিবিদদের হুকুমের আজ্ঞাবহ হিসেবে দেখতে চান: ফরাসউদ্দিন নতজানু বলেই জনগণের স্বার্থে যে স্ট্যান্ড নেয়া দরকার সেটিতে ব্যর্থ হয়েছে সরকার মালয়েশিয়ার হুমকি : হামাস নেতাদের সাথে আনোয়ারের ছবি ফেরাল ফেসবুক হামাসের অভিযানে ১২ ইসরাইলি সেনা নিহত আটকে গেলো এলিভেটেড এক্সপ্রেসওয়ের অর্থ ছাড় গাজানীতির প্রতিবাদে বাইডেন প্রশাসনের ইহুদি কর্মকর্তার লিলির পদত্যাগ

চকরিয়া সংলগ্ন পাহাড়ে উন্নত জাতের ড্রাগন ফল চাষে কোরাল রীফ এগ্রোর সফলতা

মনির আহমদ কক্সবাজার :
  • আপডেট সময় শনিবার, ১৭ জুলাই, ২০২১

চকরিয়া সংলগ্ন পাহাড়ে উন্নত জাতের ড্রাগন ফল চাষ শুরু হয়েছে। পর্বতশ্রেনীর জমিতে বানিজ্যিক চাষাবাদের পাশাপাশি গৃহস্থলীর আঙ্গিনায় ও শোভা পাচ্ছে ড্রাগন চাষ। সরেজমিনে দেখা যায়, পার্বত্য ফাসিয়াখালী ইউনিয়নের পাহাড়ে মৎস্য হ্যাচারী, লেবু, পেয়ারা বাগানের সাথে পরীক্ষামুলক ড্রাগন ফলের চাষ করেছেন কক্সবাজারস্থ কোরাল রীফ এগ্রো ইন্ডাস্ট্রিজ। আড়াই একর বনভুমিতে লাল ড্রাগন ফলের চারা লাগায় তারা। শুরুতেই আশাতীত ফলন হয়েছে লাল ড্রাগনের। কোরাল রীফ এগ্রো ইন্ডাস্ট্রিজের দ্বায়িত্বরত টেকনিকাল ডাইরেক্টর খন্দকার শফিকুল ইসলাম (এমএসসি, মেরিন বায়োলজি) জানান, আডাই একর চাষে ৩শ কেজির উপরে ফলন হয়েছে যা সন্তোষজনক। তিনি বলেন, শুরুতে ফলন ভাল হওয়ায় ড্রাগন ফল চাষে আগ্রহ বাড়ছে। মিষ্টি ও হালকা টকযুক্ত স্বাদের লাল ড্রাগন চাষ করেছেন তিনি। ড্রাগন ফল ভিয়েতনামের জাতীয় ফল। এবং ড্রাগন চাষের অপার সম্ভাবনার স্থান চকরিয়া সংলগ্ন পাহাড়ী জনপদ। রোগ প্রতিরোধ ক্ষমতা সম্পন্ন ড্রাগন ফল মানুষের শরীরে ক্যালসিয়াম, ভিটামিন বি ৩, লোহা, কার্বোহাইড্রেট, ভিটামিন বি ১, ফস্ফোরাস, ভিটামিন বি ২, ভিটামিন সি ৫ ইত্যাদি বাড়াতে সহায়তা করে। পাহাড়ী জনপদের কাছে যেতেই চোখ ধাঁধানো ফুল ও লাল ফলে ভরা খামার-আঙ্গিনা। প্রতিটি গাছে রয়েছে ফুল, মুকুল এবং কাঁচা- পাকা ড্রাগন। দেশের আবহাওয়া বেশ উপযোগী লাল ড্রাগনের। এক একটি ফলের ওজন ২৫০ গ্রাম থেকে এক কেজিরও বেশি হয়ে থাকে। একটি পূর্ণাঙ্গ গাছ থেকে ১০০ থেকে ১৩০টি পর্যন্ত ফল পাওয়া যায়। সঠিক পরিচর্যা করতে পারলে একটি গাছ হতে ৩৫- ৪০ বছর বয়স পর্যন্ত ফলন পাওয়া সম্ভব। পার্বত্য লামা উপজেলা চেয়ারম্যান মোস্তফা জামাল বলেন, করোনার কারণে স্থানীয় বাজার সৃষ্টি হওয়ায় এ ফল চাষের দিকে ঝুঁকেছে কৃষকরা, লাভবানও হচ্ছে। এ ব্যাপারে রাঙ্গামাটি কৃষি প্রশিক্ষণ ইনষ্টিটিউটের ভারপ্রাপ্ত অধ্যক্ষ কক্সবাজারের সন্তান ও চকরিয়ার সাবেক উপজেলা কৃষিকর্মকর্তা কৃষিবিদ আতিক উল্লাহ জানান, চকরিয়ায় ও সংলগ্ন পাহাড় অঞ্চলে ড্রাগন চাষ নিশ্চয়ই খুশির খবর। তিনি বলেন, তিনি চকরিয়ার উপজেলা কৃষিকর্মকর্তার দ্বায়িত্বে থাকাকালে ডুলাহাজারার চা বাগান এলাকায় প্রথম ড্রাগন চাষ শুরু করেছিলেন। এখন তা আরও প্রসার লাভ করছে। তিনি ড্রাগন চাষে কৃষকদের উদ্ভুদ্ধ করার উপর গুরুত্বারোপ করেন।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com