বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪, ০৭:৫০ অপরাহ্ন
শিরোনাম ::
গলাচিপায় শহিদ সাবেক সংসদ সদস্য আলহাজ¦ শাহজাহান খান এর স্মরণসভা এবং খুনিদের বিচার দাবী যুব নারী-পুরুষ ও প্রতিবন্ধিদের দক্ষ উদ্যোত্তা তৈরীর লক্ষে পিরোজপুরে শীর্ষক অবহিতকরণ সভা বাংলাদেশের রাজনৈতিক নেতৃত্বকে বিভক্ত না হতে মাহাথির মোহাম্মদের আহ্বান এডভোকেট আলিফের খুনিদের কঠোর শাস্তি হবে : নাহিদ ইসলাম আজ থেকে কক্সবাজার-সেন্টমার্টিন রুটে চলবে জাহাজ আব্দুল মোনেম লিমিটেডের মামলা থেকে তারেক রহমানসহ ৮ জনের অব্যাহতি আয়ারল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের রেকর্ডময় জয় ভারতের পররাষ্ট্র দপ্তর থেকে চিন্ময়ের মুক্তি দাবি কিসের আলামত প্রশ্ন রিজভীর কিছু মানুষ জাতিকে বিভাজনের দিকে ঠেলে দিচ্ছে: মির্জা ফখরুল ভিসার জন্য মার্কিন দূতাবাসে খালেদা জিয়া

শরীয়তপুর-চাঁদপুর মহাসড়কে উন্নয়ন কাজ ব্যাহত!

আবুল হোসেন সরদার শরীয়তপুর :
  • আপডেট সময় শনিবার, ১৭ জুলাই, ২০২১

জমি অধিগ্রহণে বিলম্ব

শরীয়তপুর চাঁদপুর মহাসড়ক উন্নয়নে সরকার মহা পরিকল্পনা গ্রহন করেছে। এ সড়কটি উন্নয়নের জন্য সাড়ে ৮শ কোটি টাকার ও বেশী বরাদ্ধ করেছে। ইতোমধ্যে ৪টি গ্রুপে এ কাজের দরপত্র আহবান করে দুটি গ্রুপে কার্যাদেশ দিয়েও জমি অধিগ্রহনে বিলম্ব হওয়ায় কাজের অগ্রগতি হচ্ছেনা। কাজ শুরু করে আবার বন্ধ হয়ে গেছে। জেলা প্রশাসন বলছে জমি অধিগ্রহনের কাজ ধাপে ধাপে এগিয়ে চলছে। শরীয়তপুর সড়ক ও জনপথ বিভাগ সূত্রে জানাগেছে, শরীয়তপুর-চাদঁপুর মহাসড়ক উন্নয়নে সরকার ২০২০-২১ অর্থ বছরে মহাপরিকল্পনা গ্রহন করে ৮’শ ৫৯ কোটি ৬৩ লাখ টাকা বরাদ্ধ দিয়েছে। এরমধ্যে ৯৫ দশমিক ৮৫ হেক্টর জমি অধিগ্রহনের জন্য বরাদ্ধ করা হয়েছে ৪’শ ৩১ কোটি টাকা। এরমধ্যে ৭০ কোটি টাকা পরিশোধ করা হয়েছে। সড়ক ও জনপথ বিভাগ ৪টি গ্রুপে এ কাজের দরপত্র আহবান করেছে। দুটি গ্রুপে কার্যাদেশ দিয়েও জমি অধিগ্রহনে বিলম্ব হওয়ায় কাজের অগ্রগতি হচ্ছেনা। এসব ঠিকাদারী প্রতিষ্ঠানের মধ্যে রয়েছে মেসার্স অটি বিএল, মেসার্স অটি বিএল জেবি হাসান টেকনো, মেসার্স মীর হাবিবুর আলম। এ ৪টি গ্রুপের মধ্যে আলুর বাজার ফেরী ঘটের নিকট ও মনোহর বাজারের নিকট অর্থাৎ ১নং ও ৪নং গ্রুপের কার্যাদেশ দেয়া হয়েছে। ৪নং গ্রুপের ঠিকাদারী প্রতিষ্ঠান মীর হাবিবুর আলম গত ডিসেম্বর কার্যাদেশ পেয়ে কাজ শুরু করে। মাত্র ২কিেিলামিটার সাববেইজ-২ কাজ করে কাজ বন্ধ করে দিয়েছে। সেখানে জমি অধিগ্রহন না থাকায় কাজ করতে পারছেনা। ১নং গ্রুপে কোন জমি অধিগ্রহন করা না থাকায় কাজ শুরুই করতে পারছেনা। তবে সড়ক জনপথ সূত্র বলছে জমি অধিগ্রহনে ২২টি প্রস্তাব রয়েছে। এরমধ্যে একটি মাত্র চুড়ান্ত হয়েছে। ৪টি প্রস্তাব চুড়ান্ত প্রাক্কলনের পর্যায়ে রয়েছে। ৪টি যৌথ তদন্ত হয়েছে। বাকি গুলো যৌথ তদন্তের জন্য প্রক্রিয়াধীন রয়েছে। জরুরী ভিত্তিতে জমি অীধগ্রহন কাজ শেষ করা খুবই জরুরী। এ সড়কটি অত্যন্ত ব্যস্ততম সড়ক। দক্ষিন পশ্চিমাঞ্চলের ২১টি জেলার ভারী যানবাহন সহ সবধরনের যানহন এ সড়কে চলাচল করে থাকে। বিশেষ করে বর্ষ মৌসুম কাটিয়ে উঠে পুরোদ্দমে কাজ শুরু করতে না পারলে ঠিকাদরী প্রতিষ্ঠান সময়সীমার মধ্যে কাজ শেষ করতে পারবেনা। তাতে করে কাজের যেমন ক্ষতি হবে, তেমনি নির্মাণ সামগ্রীর দাম দিন দিন বেড়ে যাবে। সড়কটি খারাপ থাকলে জনদুর্ভোগ বেড়ে যাবে। এ ব্যাপারে সড়ক ও জনপথ বিভাগের উপ-সহকারী প্রকৌশলী মহিবুল্লাহ বলেন, ৪নং গ্রুপের কাজ শুরু হওয়ার পর ২ কিঃ মিঃ সাববেজ-২ শেষ করার পর জমি অধিগ্রহন না থাকায় কাজ বন্ধ হয়ে গেছে। এ ব্যাপারে সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মোঃ রেদোয়ানুর রহমান ভুইয়া বলেন, শরীয়তপুর-চাঁদপুর সড়কে ৪টি গ্রুপে দরপত্র আহবান করা হয়েছে। দুটি কার্যাদেশ পাওয়া গেছে। এরমধ্যে ৪নং গ্রুপের কাজ শুরু করে জমি অীধগ্রন না থাকায় কাজ বন্ধ হয়ে গেছে। জমি অধিগ্রহনে ২২টি প্রস্তাব রয়েছে। এরমধ্যে একটি মাত্র চুড়ান্ত হয়েছে। ৪টি প্রস্তাব চুড়ান্ত প্রাক্কলনের পর্যায়ে রয়েছে। ৪টি যৌথ তদন্ত হয়েছে। বাকি গুলো যৌথ তদন্তের জন্য প্রক্রিয়াধীন রয়েছে। জরুরী ভিত্তিত্বে জমি অধিগ্রহনের কাজ শেষ করা হলে সড়ক উন্নয়নের কাজ পুরোদ্দমে শুরু করে দিব। এ ব্যাপারে শরীয়তপুরের অতিরিক্ত জেলা প্রশাসক আসমাউল হুসনা লিজা বলেন, জমি অধিগ্রহনের কাজ চলছে। এ কাজ ধাপে ধাপে এগিয়ে চলছে।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com