নেত্রকোনার দুর্গাপুরে কমরেড মণি সিংহ মেলা উদ্যাপন কমিটির আয়োজনে বৃটিশ বিরোধী সংগ্রামী, টঙ্ক আন্দোলনের মহানায়ক, মুক্তিযুদ্ধকালীন প্রবাসী সরকারের উপদেষ্টা, বাংলাদেশের কমিউনিস্ট পার্টির প্রতিষ্টাতা সভাপতি কমরেড মণি সিংহ এর ১২০তম জন্মজয়ন্তী পালিত হয়েছে। বুধবার স্বাস্থ্যবিধি মেনে নানা আয়োজনে এ জন্মজয়ন্তী পালিত হয়। এ উপলক্ষে কমরেড মণি সিংহ স্মৃতি জাদুঘর চত্বরে স্বাস্থ্যবিধি মেনে সর্বস্তরের অংশগ্রহনে কমরেড মনি সিংহের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পন, জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন শেষে সিপিবি কেন্দ্রীয় নেতা আসলাম খানের সঞ্চালনায়, মেলা উদযাপন কমিটির আহবায়ক প্রবীণ রাজনীতিবীদ দুর্গা প্রসাদ তেওয়ারীর সভাপতিত্বে অনলাইন আলোচনায় অংশনেন, নেত্রকোনা জেলা প্রশাসক কাজী মো. আব্দুর রহমান, সিপিবি কেন্দ্রীয় সভাপতি মোজাহিদুল ইসলাম সেলিম, সাবেক সভাপতি মঞ্জুরুল আহসান খান, প্রফেসর মাহফুজা খানম, অধ্যাপক এম এম আকাশ, সাবেক সংসদ সদস্য ছবি বিশ্বাস, মণি সিংহের সহযোগি ডাঃ অসিত বরণ রায়, মনি সিংহ ট্রাষ্টি বোর্ডের সাধারণ সম্পাদক ডাঃ দিবালোক সিংহ, সাবেক উপজেলা চেয়ারম্যান আব্দুল্লহ হক প্রমুখ। আলোচনা শেষে ঢাকা ও স্থানীয় শিল্পীদের অংশগ্রহনে অনলাইনে এক সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।