২ আগষ্ট সোমবার জেলা প্রাণিসম্পদ বালুবাড়ী কার্যালয় প্রাণীসম্পদ ও ডেইরী উন্নয়ন প্রকল্পের আওতায় করোনাকালীন সময় সুফলভোগী খামারীদের মাঝে মিল্ক ক্রিম সেপারেশন মেশিন (এমসিএসএম) প্রদান করা হয়েছে। স্বাস্থ্যবিধি মেনে করোনাকালীন সময় সুফলভোগী খামারীদের মাঝে এমসিএসএম মেশিন বিতরণ করেন প্রধান অতিথি বিভাগীয় প্রাণিসম্পদ দপ্তর, রংপুর বিভাগের পরিচালক ড. মোহা, ইসমাইল হক। উক্ত বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ভারপ্রাপ্ত জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ও অতিরিক্ত জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ড. অশিকা আকবর তৃষা। সম্মানীত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বদরগঞ্জ উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ ওমর ফারুক, দিনাজপুর জেলা ডেইরী ফার্ম এসোসিয়েশন এর সভাপতি শেখ মোঃ নাসিম আলী কচি ও সাধারন সম্পাদক শ্যামল কুমার ঘোষ। দিনাজপুর সদর, বিরল, বীরগঞ্জ উপজেলার করোনাকালীন সময় সুফলভোগী খামারীদের মাঝে এমসিএসএম মেশিন প্রদান করতে গিয়ে প্রধান অতিথি ড. মোহা, ইসমাইল হক বলেন, করোনার সময় দুধের বিক্রয় বা বাজার না হওয়ায় এবং খামারীরা দুধ নিয়ে বিপাকে পড়েছে। তাদের ক্ষতি পুষিয়ে দিতে সরকার প্রাণিসম্পদ দপ্তরের মাধ্যমে খামারীদের এমসিএসএম মেশিন প্রদান করছে। এই মেশিনের দিয়ে খামারীরা দুধ থেকে ঘি, মাখন, দই, টক দই ইত্যাদি তৈরি করে স্থানীয় চাহিদা মেটাতে সক্ষম হবেন। সভাপতির বক্তব্যে ভারপ্রাপ্ত জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ড. আশিকা আকবর তৃষা বলেন, এই মেশিন ক্যাটাগরি-১ (বড়), ক্যাটাগরি-২ (মাঝারী) ও ক্যাটাগরি ৩ (ছোট) মেশিন ব্যবহার করে খামারীরা করোনাকালীন সময় ক্ষতি পুষিয়ে নিতে পারবেন। সঞ্চালকের দায়িত্ব পালন করেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ আব্দুর রহিম। এসময় বিভিন্ন উপজেলা খামারীবৃন্দ ও উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।