ফরিদপুরের আলফাডাঙ্গায় ইসলামি ব্যাংকের বুথ উদ্বোধন করা হয়েছে। আলফাডাঙ্গা হাসপাতাল রোডে লষ্কর প্লাজার নিচ তলায় মঙ্গলবার এ বুথের উদ্বোধনি অনুষ্ঠানে ইসলামি ব্যাংকের বোয়ালমারী শাখার ব্যবস্থাপক মো. মোহাম্মদ মুজিবুর রহমানের সভাপতিত্বে ও সহকারি অফিসার আব্দুল মুকিতের পরিচালনায় বক্তব্য রাখেন করেন আলফাডাঙ্গা সরকারি ডিগ্রি কলেজের অফিসার ইনচার্জ মোঃ মনিরুল হক সিকদার, বোয়ামারী শাখা অফিসার মোঃ আশরাফুল আলম, আলফাডাঙ্গা এজেন্ট শাখার ইনচার্জ মাহমুদুল ইসলাম মামুন প্রমুখ। এ সময় বাজারের বিভিন্ন পর্যায়ের ব্যবসায?িগণ উপস্থিত ছিলেন। এটি বোয়ালমারী শাখার আওতায় ৭তম বুথ।