গঙ্গাচড়া মডেল থানায় কর্মরত এসআই (নিরস্ত্র)? আব্দুস সালাম ও তার কন্যা ক্যাপ্টেন শাহনাজ পারভীন শাপলাকে রংপুর রেঞ্জ ডিআইজি’র পর সংবর্ধিত করলো গঙ্গাচড়া মডেল থানা। গত বুধবার রাতে গঙ্গাচড়া মডেল থানায় এডিশনাল এসপি (এ-সার্কেল) আবু তৈয়ব মোঃ আরিফ হোসেন এর ব্যবস্থাপনায় ও গঙ্গাচড়া মডেল থানার অফিসার ইনচার্জ সুশান্ত কুমার সরকার, ওসি তদন্ত নুর আলম এর সার্বিক সহযোগিতায় পিতা ও কন্যাকে সংবর্ধনা প্রদান করা হয়। সংবর্ধনা অনুষ্ঠানে ক্যাপ্টেন শাপলাকে ফুলেল শুভেচ্ছা এবং ক্রেস্ট প্রদান করা হয়। বাংলাদেশ পুলিশের একজন সদস্যের সন্তান হিসেবে শাপলার এই সাফল্যে রংপুর জেলা পুলিশের সকল সদস্য গর্বিত। তার এই সাফল্য অনুকরনীয়। শাহনাজ পারভীন শাপলা ২০১০ সালে এসএসসি এবং ২০১২ সালে এইচএসসি পাশ করেন। এরপর তিনি রংপুর মেডিকেল কলেজ থেকে এমবিবিএস সম্পন্ন করেন। শাপলা ২০২১ সালে ৭ মার্চ বাংলাদেশ সেনাবাহিনীতে আর্মি মেডিকেল কোরে ক্যাপ্টেন হিসেবে যোগদান করেন। আবু তৈয়ব মোঃ আরিফ হোসেন বলেন, একজন পুলিশ সদস্যের সন্তানের এরূপ সাফল্যে সন্তানসহ অভিবাবকদের উৎসাহিত করলে তারা আরো অনুপ্রাণিত হবে-উজ্জল করবে বাংলাদেশ পুলিশ এর সম্মান। এস আই আব্দুস ছালাম ১৯৯০ সালে কনস্টেবল হিসেবে বাংলাদেশ পুলিশে যোগদান করেন। আব্দুস ছালামের ৩ কন্যা। ২য় কন্যা এমবিবিএস তৃতীয় বর্ষের ছাত্রী। তৃতীয় কন্যা দশম শ্রেণিতে বিজ্ঞান বিভাগে অধ্যয়নরত। সংবর্ধনা অনুষ্ঠানে গঙ্গাচড়া মডেল থানায় কর্মরত সকল এসআই, এএসআইসহ পুলিশ সদস্যগণ উপস্থিত ছিলেন।