১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে একদিন বন্ধ থাকার পর আবারও দিনাজপুরের হিলি স্থলবন্দরে আমদানি-রপ্তানি সহ সকল কার্যক্রম শুরু হয়েছে । সোমবার (১৫ আগস্ট) বিকেলে বিয়ষটি জানিয়েছেন হিলি পানামা পোর্ট লিংকের ব্যবস্থাপনা পরিচালক অনন্ত কুমার চক্রবতী (নেপাল)। তিনি দৈনিক খবরপত্র কে জানান, ১৫ আগস্ট জাতীয় শোক দিবস। এই উপলক্ষে রবিবার ভারত থেকে কোন প্রকার পণ্যবাহী ট্রাক এবন্দরে আমদানি-রপ্তানি হয়নি। এছাড়াও বন্দরের অভ্যন্তরীণ সকল কার্যক্রম বন্ধ ছিলো। তিনি আরও জানান, একদিন বন্ধের পর সোমবার সকাল থেকে পুনরায় আমদানি-রপ্তানি সহ পোর্টের অভ্যন্তরীণ কার্যক্রম স্বাভাবিক হবে। ভারত থেকে আমদানিকৃত পণ্য এবন্দরে প্রবেশ করে তা আনলোড করে, দেশি ট্রাকগুলো লোড হয়ে দেশের বিভিন্ন এলাকায় ছেড়ে যেতে শুরু করবে।