শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪, ১১:২৫ অপরাহ্ন

জাতীয় শোক দিবস বিষয়ে ভার্চুয়াল আলোচনা সভা

খবরপত্র ডেস্ক:
  • আপডেট সময় মঙ্গলবার, ১৭ আগস্ট, ২০২১

স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬-তম শাহাদাৎ বার্ষিকীতে জাতির পিতা, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা ও ১৫ আগস্টের সকল শহীদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে গত ১৬ আগস্ট বাংলাদেশ হাউস বিল্ডিং ফাইনান্স কর্পোরেশন (বিএইচবিএফসি) জাতীয় শোক দিবস উপলক্ষ্যে এক ভার্চুয়াল আলোচনা সভার আয়োজন করে। সভায় প্রধান অতিথি হিসেবে সংযুক্ত ছিলেন বিএইচবিএফসি পরিচালনা পর্ষদের সম্মানিত চেয়ারম্যান প্রফেসর ড. মো. সেলিম উদ্দিন, এফসিএ, এফসিএমএ। বিশেষ অতিথি হিসেব সংযুক্ত ছিলেন কর্পোরেশন পরিচালনা পর্ষদের সম্মানিত তিন পরিচালক- যথাক্রমে: জনাব নীলুফার আহমেদ, প্রফেসর ড. মো. হুমায়ুন কবীর চৌধুরী ও জনাব তপন কুমার ঘোষ। পর্ষদের অন্যতম পরিচালক ও ব্যবস্থাপনা পরিচালক জনাব মো. আফজাল করিম সভায় সভাপতিত্ব করেন। কর্পোরেশনের সকল মহাব্যবস্থাপক, উপ-মহাব্যবস্থাপক, বিভাগীয় প্রধান, জোনাল, রিজিওনাল ও শাখা ব্যবস্থাপকবৃন্দ, অফিসার কল্যাণ সমিতি, বঙ্গবন্ধু পরিষদ, বঙ্গমাতা পরিষদ ও কর্মচারী ইউনিয়নের প্রতিনিধিবৃন্দ, সর্বস্তরের কর্মকর্তা-কর্মচারী এবং ঋণ গ্রহীতা-অংশীজন ভার্চুয়ালি সভায় সংযুক্ত ছিলেন।
সভার প্রথম পর্যায়ে অফিসার কল্যাণ সমিতি, বঙ্গবন্ধু পরিষদ, বঙ্গমাতা পরিষদ এবং কর্মচারী ইউনিয়নের একজন করে প্রতিনিধি, একজন সম্মানীত ঋণ গ্রহীতা, দু’জন শাখা ব্যবস্থাপক, একজন করে রিজিওনাল ও জোনাল ম্যানেজার, একজন বিভাগীয় প্রধান ও সকল মহাব্যবস্থাপকবৃন্দ বক্তব্য রাখেন। অতঃপর বিশেষ অতিথিদের মধ্যে যথাক্রমে: জনাব তপন কুমার ঘোষ এবং প্রফেসর ড. মো. হুমায়ুন কবীর চৌধুরী শোক দিবসের পূর্বাপর নিয়ে তথ্যপূর্ণ ও জ্ঞানগর্ভ আলোচনা উপস্থাপন করেন। বিশেষ অতিথিদের বক্তব্যের পর পর্ষদের অন্যতম পরিচালক ও ব্যবস্থাপনা পরিচালক জনাব মো. আফজাল করিম বঙ্গবন্ধুর সংগ্রামী জীবন, স্বাধীনতা অর্জন, দেশ গঠনে তাঁর ভূমিকা এবং ১৫ আগস্টের নির্মম ট্রাজেডির বিষয়ে তথ্যপূর্ণ বক্তব্য রাখেন। সভার প্রধান অতিথি ও পর্ষদ চেয়ারম্যান প্রফেসর ড. মো. সেলিম উদ্দিন, এফসিএ, এফসিএমএ মহোদয় বঙ্গবন্ধুর সংগ্রামী জীবন, কর্ম, তাঁর জীবনের নীতি-আদর্শ ও সোনার বাংলা কেন্দ্রিক স্বপ্ন, দেশ গঠন প্রয়াস, বিশ্ব রাজনীতিতে ভূমিকা, অর্জিত সম্মান এবং তাঁর মহাপ্রয়াণ বিষয়ে বিস্তারিত আলোচনা করেন। বক্তাদের প্রায় সকলেই বঙ্গবন্ধুর আদর্শ ও স্বপ্নকে লালন এবং বাস্তবায়নের আহ্বান জানান। তাঁরা ১৫ আগস্টের শহীদদের গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করেন এবং এ হত্যাকান্ডের পরিপূর্ণ বিচার ও এর বাস্তবায়ন দাবী করেন। প্রেস বিজ্ঞপ্তি




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com