মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ি উপজেলার পূর্ব হাসাইল গ্রামে ফের নদী ভাঙ্গন দেখা দিয়েছে। জিওব্যাগ ফেলেও যেন শেষ রক্ষা হচ্ছেনা। সরেজমিনে গিয়ে দেখা যায় গত ৩০ জুলাই শুক্রবার হঠাৎ করে উপজেলার পূর্ব হাসাইল গ্রমে ভাঙ্গন দেখা দিলে কিছুক্ষনের মধ্যে ৮টি বাড়ী পদ্মা নদীতে বিলিন হয়ে যায়। পরে জিওব্যাগ ফোলে ভাঙ্গন রোধ করার চেষ্টা করে পানি উন্নয় বোর্ড। বৃহস্পতিবার সকালে পদ্মা নদীর পানি বৃদ্ধি পাওয়ায় তীব্র ¯্রােতে জিওব্যাগসহ কিছু অংশ বিলিন হয়ে যায়। সাথ সাথে পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তরা জিওব্যাগ ফেলে ভাঙ্গন রোধ করার চেষ্টা করে। তার পরেও অসহায় হয়ে পরেছে নদী ত্বীরবর্তী মানুষ। ভাঙ্গন কবলিত হারুন শেখ জানান এই পর্যন্ত ১০ বার আমাদের ভিটা মাটি পদ্মায় বিলিন হয়ে গেছে এবার শেষ সম্বল টুকু বিলিনের পথে এখন বউ পোলাপাইন নিয়ে কোথায় যাবো চিন্তা করছি। পানি উন্নয়ন বোর্ডের উপ-সহকারী প্রকৌশলী মো. জহিরুল ইসলাম সরকার জানান, ভাঙ্গন শুরু হওয়ার পর থেকেই ভাঙ্গন প্রতিরোধে জিও ব্যাগ ফেলা শুরু করি এখনো তা চলমান রয়েছে। বৃহস্পতিবার সকালে নদীতে পানি বৃদ্ধি পাওয়ায় ¯্রােতের চাপ কিছুটা বেরে ভাঙ্গন দেখা দেয় সাথে সাথেই আমরা জায়গা টি জিও ব্যাগ ফেলে ভাঙ্গন প্রতিরোধ করি এবং আমাদের কাছে আরো ৫ হাজার জিওব্যাগ মজুত আছে তার পরও যদি আরো প্রয়োযন হয় আমরা উর্দ্ধতম কর্মকর্তার সাথে যোগাযোগ করবো তার ব্যবস্থা নিবে।